News update
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     
  • Recruiting agencies’ explosive growth in BD unchecked: RMMRU     |     

জনগণের দাবি উপেক্ষা করে কোন রাজনীতি চলতে পারে না

রাজনীতি 2023-12-03, 11:05pm

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991701623141.png

Islami Andolan logo.



গণদাবীকে উপেক্ষা করে কোন রাজনৈতিক দল টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কসরে হাদী খানকা পীর সাহেব ও ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী।

তিনি বলেন, গণদাবী গুলো হচ্ছে, প্রশাসনের সর্বত্র ন্যায় বিচার কায়েম করতে হবে। রাষ্ট্র ও সমাজে ঘুষ দুর্নীতি, দেশের অর্থ লুটপাট ও বিদেশে পাচার বন্ধ  করতে হবে। জনগণের আয় বৃদ্ধি করা ও দারিদ্র্য বিমোচন করতে হবে। সুলভে সেবা সার্ভিস নিশ্চিত করতে হবে। গ্যাস পানি বিদ্যুৎ ইন্টারনেট, টেলিব্যবস্থা, স্বাস্থ্যসেবা, গণপরিবহন, বিভিন্ন লাইসেন্স, জমিজমার কাগজ সংক্রান্ত দুর্নীতি বন্ধ করতে হবে। তিনি জনগণের উপার্জন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম, তাই এসব সেবা ও সার্ভিস সমুহের মুল্য কমিয়ে অর্ধেকের কাছাকাছি আনা সময়ের দাবি। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং প্রধান খাদ্যের দাম কমানো, পারলে অর্ধেকে নিয়ে আসা। বিরোধী দলসহ সবদলই এগুলো উপেক্ষা করছে এবং জনগণের স্বার্থ বাদ দিয়ে ব্যক্তি ও দলীয় স্বার্থে রাজনীতি করছে। - প্রেস বিজ্ঞপ্তি, ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট