News update
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     

খুলনার প্রথম মেয়র ও নগর মুসলিম লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলামের ইন্তেকাল

রাজনীতি 2023-11-06, 12:44am

sheikh-sirajul-islam-first-mayor-of-khulna-city-is-dead-b82c93373af936dc034d2c7b12f412751699209855.jpg

Sheikh Sirajul Islam, first Mayor of Khulna City is dead.



খুলনা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও খুলনা মহানগর মুসলিম লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম আজ (০৫ নভেম্বর, ২০২৩) ভোর ছয়টায় খুলনা নগরীর হাজী মহসিন রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ আসর শহীদ হাদিস পার্কে নামাজে জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে। মেয়র হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনের আগে তিনি মুহাম্মদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি খুলনা ইসলামিয়া কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, এতিমখানা ও মসজিদসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এড. বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি নজরুল ইসলাম ও এড. আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব কাজী এ.এ কাফী খুলনা নগর মুসলিম লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, খুলনার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান জনাব শেখ সিরাজুল ইসলামের মৃত্যুতে দেশ ও জাতি একজন নিবেদিত প্রাণ মুসলিম জাতিসত্তার ধারক ও বাহককে হারাল যে ক্ষতি পূরণ হওয়ার নয়। তিনি আজীবন মুসলিম জাতিসত্তার রাজনীতি করে গেছেন, আদর্শ বদল করেননি। আল্লাহ তাকে বেহেশতের সর্বোত্তম স্থানে অধিষ্ঠিত করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দিক। আমিন। - প্রেস বিজ্ঞপ্তি