News update
  • New Approach Must for Dhaka to Break Climate Aid Debt Trap     |     
  • UN High Seas Treaty Clears Ratification, Set for 2026     |     
  • UAE Suspends Visas for Bangladesh, Eight Other Nations      |     
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     

সরকারের বোধহয় না হলে ভিসা নিষেধাজ্ঞায় সংকট আরও ঘনীভূত হবে

পার্টি রাজনৈতিক পরিষদের সভায় সাইফুল হক

রাজনীতি 2023-09-25, 1:16am

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411695582998.jpg

Saiful Huq GS Biplabi Workers Party



মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকরি হওয়ার দায়দায়িত্ব সরকার ও সরকারি দলের। সরকারের যেকোন ভাবে ক্ষমতায় থাকার বেপরোয়া মনোভাব দেশকে বড় বিপদে ফেলে দিয়েছে। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন,  অবমাননাকর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশীদের বিরুদ্ধে কার্যকর হওয়া শুরু হলেও  সরকার ও সরকারি দল তাতে লজ্জিত হচ্ছে না; এখান থেকে তারা কোন শিক্ষাও গ্রহণ করছে না।যেকোন ভাবে ক্ষমতায় টিকে থেকে  নির্বাচন অনুষ্ঠানে তাদের বেপরোয়া মনোভাব  আজ গোটা দেশকে বড় বিপদে ফেলে দিয়েছে।  তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞার বহুমাত্রিক অভিঘাত দেশের  সংকটকে কেবল আরও ঘনীভূতই করবে;  দেশে পরাশক্তিসমূহের হস্তক্ষেপের রাস্তা খুলে দিয়েছে। এই পরিস্থিতি ডেকে আনার দায়দায়িত্ব সরকার ও সরকারি দলের।   আর একটি একতরফা নীলনকশার নির্বাচনী পাঁয়তারায়  সরকার ও সরকারি দল দেশকে অনিবার্য সংঘাত - সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে। গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে তারা আজ দেশ ও জনগণকেই বাজি ধরেছে। 

তিনি বলেন, কোন কুটকৌশলেই এবার ক্ষমতায় থেকে সরকারি দলের পক্ষে আর একটি তামাশার নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।তিনি সংঘাত এড়িয়ে অনতিবিলম্বে পদত্যাগের ঘোষণা দিয়ে নির্বাচনকালীল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। 

আজ পার্টির রাজনৈতিক পরিষদের বিশেষ সভার  সভাপতি হিসাবে তিনি উপরোক্ত আহবান জানান। 

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান,আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।

সভায় গৃহীত এক প্রস্তাবে নিত্যপণ্যের বাজার পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, মুনাফাখোর বাজার সিন্ডিকেট কি সরকারের চেয়ে শক্তিশালী! সভার প্রস্তাবে বলা হয় বাজার সিন্ডিকেটসমূহের সাথে সরকারের অশুভ আঁতাতের কারণেই বাজার ব্যবস্থায় চূড়ান্ত নৈরাজ্য চলছে। প্রস্তাবে বলা হয় এভাবে কোন দেশ চলতে পারেনা।

প্রস্তাবে চূড়ান্ত দায়িত্বহীন ও সংবেদনহীন সরকার ও বাজার সিন্ডিকেটকে বিদায় দেয়া ছাড়া বিদ্যমান নরকযন্ত্রণা থেকে উদ্ধার পাবার কোন রাস্তা নেই।

সভার প্রস্তাবে ১ দফা ও ৩১ দফার যুগপৎ আন্দোলন  আরও জোরদার করে সিদ্ধান্তমূলক স্তরে নিয়ে যেতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। - প্রেস বিজ্ঞপ্তি