News update
  • Bangladesh earthquake death toll rises to 10; scores injured     |     
  • CA for Armed Forces' efficient role to ensure smooth, festive polls     |     
  • Tarique Rahman calls for urgent disaster preparedness after quake     |     
  • UN Unveils UN80 Action Plan to Drive System-Wide Reforms     |     
  • Guterres Urges G20 to Show Leadership and Vision in SA     |     

মহিপুর মৎস্য বন্দরে এক ইলিশ বিক্রি ১৪ হাজার টাকায়

মৎস 2025-09-25, 10:40pm

one-hilsa-sold-for-taka-14000-at-mohipur-fish-ghat-in-kalapara-on-thursday-25-sept-2025-17bb1cd2d3b66e5826b5f79ccd8f660c1758818457.jpeg

One hilsa sold for Taka 14,000 at Mohipur Fish Ghat in Kalapara on Thursday 25 Sept 2025



পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়। বৃহস্পতিবার সকালে মৎস্য বন্দরের ফয়সাল ফিসে মাছটি বিক্রি হয়। এসময় মাছটিকে দেখতে শতশত লোক ভিড় করে।

জেলে শহিদ মাঝি বলেন, ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সাথে এ বড় ইলিশটি ধরা পড়ে। মাছটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। সকালে মাছটি ফয়সাল ফিসে নিয়ে আসলে নিলামে ১৪ হাজার টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক।

ফয়সাল ফিসের স্বত্বাধিকারী, মোঃ মেহেদী ফয়সাল বলেন, বড় সাইজের ইলিশ সচারাচর পাওয়া যায় না। মাছটি খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতি কেজি ৫ হাজার ৬০০ টাকা দরে ১৪ হাজার টাকা বিক্রি হয়েছে। 

ক্রেতা ইশতিয়াক বলেন, বঙ্গোপসাগরে ধরা পড়া বিশাল সাইজের ইলিশ মাছটি আমি কিনেছি লাভের আশায়, মাছটি ঢাকায় পাঠাবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এটা সরাকারি নিষেধাজ্ঞা মানার সুফল। - গোফরান পলাশ