News update
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     

কলাপাড়ায় ২ ট্রলিং বোট, বেহুন্দী জালসহ ১২ জেলে আটক

মৎস 2025-09-15, 10:12pm

twelve-fishermen-were-arrested-along-with-two-trawling-boats-and-behundi-nets-on-monday-1bd5cc97eab82565459e25db19359a451757952766.jpg

Twelve fishermen were arrested along with two trawling boats and behundi nets on Monday. UNB



কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল সহ ১২ জন জেলেকে আটক করা হয়েছে।

রবিবার  বিকেলে উপজেলার মহিপুর থানাধীন কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি ট্রলিং বোট, ১০ পিস বেহুন্দী জাল (মূল্য প্রায় ৫০ লাখ টাকা) ও ১২ জন জেলেকে আটক করা হয়।

পরে জব্দকৃত ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করে বোট, জাল ও আটক জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, 'মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।'

মহিপুর থানার ওসি মো. মাহমুদ হাসান বলেন, এদের বিরুদ্ধে মহিপুর থানায় একটি মামলা হয়েছে। জেলেদের সোমবার কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে। - গোফরান পলাশ