News update
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     
  • Banks in Bangladesh slash CSR; spending hits 10-year low     |     
  • Law approved to equip EC to punish neglect of polls duty     |     
  • Expats must register thru mobile app to vote in BD polls     |     

বঙ্গোপসাগরে ধরা পড়লো ২শ‘ কেজি ওজনের ব্লাক মার্লিন মাছ

মৎস 2022-09-19, 8:59pm

200kg black marlin fish caught in the Bay of Bengal



পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে হারুন মাঝি নামের এক জেলের জালে এবার ধরা পড়েছে ২শ‘ কেজি ওজনের একটি ব্লাক মার্লিন মাছ। রবিবার রাতে বঙ্গোপসাগরের ৮ বাম এলাকায় মাছটি ধরা পড়ে। মাছটির দৈর্ঘ্য ১১ ফুট ও প্রস্থ ২ ফুট। পরে সোমবার দুপুরে মাছটি মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে আসা হয়। উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় জামাল নামের এক ব্যবসায়ী ১৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। তিনি এটিকে বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন বলে জানিয়েছেন। 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ব্লাক মার্লিন মূলত ভারত ও প্রশান্ত মহাসাগরে বেশি দেখা যায়। এমাছ ঘন্টায় ১৩২ কিলোমিটার গতিতে দৌড়ায়।

এর আগে সোমবার সকালে আনোয়ার হোসেন মাঝি নামের এক জেলে ৫০ কেজি ওজনের একটি পাখি মাছ আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসে। - গোফরান পলাশ