News update
  • Is floating object in Patuakhali canal, a used torpedo     |     
  • 1.30 crore sacrificial animals to be sold during Eid-ul-Azha     |     
  • Poor navigability hits launch plying in Kaptai Lake     |     
  • Non-AC High Schools in Dhaka, 4 other dists closed on Monday     |     
  • Loadshedding crosses 1860 MW,      |     

নিউজিল্যান্ডে ব্যাপক বন্যা, সরিয়ে নেয়া হয়েছে হাজারো মানুষ

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-08-18, 5:05pm

image-54619-1660811740-1-58da6c69ecbb35bca61b2a2ba5cde72c1660820728.jpg




নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কয়েকশ’ পরিবার বৃহস্পতিবার বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। বন্যার কারণে তিনটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার পর তারা চলে যান। খবর এএফপি’র।

গ্রীস্মমন্ডলীয় ঝড়ের প্রভাবে এ দ্বীপের বিভিন্ন এলাকায় ৩০ সেন্টিমিটারের (১১ইঞ্চি) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরফলে  অনেক নদীর তীর ভেঙ্গে যাওয়ায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বহু গাছপালা উপড়ে পড়েছে এবং রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে।

নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলীয় বুলারে এবং নেলসনে বুধবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেখানে মাত্র ১৫ ঘণ্টায় এক মাসের সমান বৃষ্টিপাত হওয়ায় ২৩৩ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

নগরীর মেয়র রাশেল রীজ সেখানের এমন আকস্মিক বন্যাকে বিগত একশ’ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে অভিহিত করেন। এদিকে সেনা সদস্যসহ অনুসন্ধান ও উদ্ধার দল বন্যায় তলিয়ে যাওয়া বিভিন্ন রাস্তায় সহায়তা করছে।

বন্যার কারণে নর্দমার কিছু লাইন ভেঙ্গে যাওয়ায় পানি দূষিত হয়ে পড়েছে বলে তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দেন।

নেলসনের বাসিন্দা স্যাম লগ্রুতা জানান, পরিস্থিতি এতই ‘ভীতিকর’ ছিল যে, পুলিশ তাকে মাত্র ৫ মিনিটের মধ্যে বাসা ত্যাগ করতে বলে।

সাউথ আইল্যান্ডের পশ্চিম উপকূল বরাবর বসবাস করা আরও ১৬০ পরিবারকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

এদিকে বিগত কয়েক বছর ধরেই বুলারে বারবার বন্যায় আঘাত হানতে দেখা যাচ্ছে। তথ্য সূত্র বাসস ।