News update
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     
  • US proposes that the UN authorize a Gaza stabilization force for 2 years     |     
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     

কলাপাড়ায় বিশ্ব শিশু দিবসে বিশেষ টক শো, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মানবাধিকার 2025-10-23, 10:02pm

child-rights-day-programme-held-at-kalapara-on-thursday-f4447e54b5e76aa5d1b591e4054ca54d1761235351.jpg

Child rights day programme held at Kalapara on Thursday.



 কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশুদের পরিবেশনায় বিশেষ টকশো, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় পৌর অডিটরিয়ামে একশন এইডের সহযোগিতায় বে-সরকারী উন্নয়ন সংস্থা আভাস এই কর্মসূচীর আয়োজন করে। 

বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া ইউএনও কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, থানা ভারপ্রপাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু প্রমূখ।

অনুষ্ঠানে শিশুদের অধিকার, সুরক্ষা ও বিকাশ বিষয়ে সচেতনতার উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, শিশুদের বাদ দিয়ে কোন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন পরিপূর্ন হয়না। শিশুদের জন্য বাসযোগ্য সমাজ সহ শিশুদের অধিকার নিশ্চিত করতে এখন থেকেই কাজ করতে হবে। - গোফরান পলাশ