News update
  • UNGA presses Security Council for full Palestinian membership     |     
  • UN assembly approves resolution grants Palestine new rights     |     
  • Flash floods kill more than 300 people in Afghanistan      |     
  • Road crashes claim 11 human lives in 7 dists     |     
  • Hundreds evacuated from Ukraine border after Russian offensive     |     

অনিয়ম-দুর্নীতি আড়াল করতেই সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা

ব্যাঙ্কিং 2024-04-28, 12:50pm

images-2-038b857f401d483ef27b115d9cd5c9bd1714287017.png

Bangladesh Bank logo.



ব্যাংকিং খাতের অনিয়ম-দুর্নীতি আড়াল করতেই সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংক প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। ব্যাংক কর্তৃপক্ষ অবিলম্বে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধকারি হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হবে বলেও হুশিয়ারি দেন সংগঠন দুইটির সাংবাদিক নেতারা।

শনিবার (২৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এসব কথা বলেন। 

বাংলাদেশ ব্যাংকে তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতিতে দেন তারা। 

গভীর উদ্বেগ প্রকাশ করে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ব্যাংকে তথ্য সংগ্রহে সাংবাদিকদের নিষেধাজ্ঞা আরোপ একটি নজিরবিহীন ঘটনা। ব্যাংক কর্তৃপক্ষের এধরনের সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার ওপর প্রত্যক্ষ হুমকি। ব্যাংকিং খাতসহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা চলছে তা আড়াল করার জন্যই বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা প্রদান করছে।

তারা বলেন, বিগত পাঁচ দশক থেকে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে অবাধে যাতায়াত করে দুর্নীতি ও নানা অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেছে। এরফলে দুর্নীতিবাজরা সবসময় তটস্থ থেকেছে। কিন্তু হঠাৎ তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ব্যাংক কর্তৃপক্ষ কোন রাঘব বোয়ালদের রক্ষার অপচেষ্টা করছেন তা বোধগম্য নয়। অনতিবিলম্বে তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় স্বাধীন সাংবাদিকতার অধিকার আদায়ে সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে। - প্রেস বিজ্ঞপ্তি