News update
  • Capital markets surge at DSE with year’s highest turnover     |     
  • Weapons and drugs seized in Chattogram army operation, 2 arrested     |     
  • Tarique says people won’t allow ‘vote robbery’ on Feb 12     |     
  • Dhaka records world’s worst air quality Wednesday morning     |     
  • US Ambassador visits Ctg Port to reinforce commercial coop     |     

নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম ‘সোনার রাস্তা’

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-01-28, 8:47am

rfserwerwr-912d93eb8935b034114cb7d0c25b90c61769568476.jpg

নবঘোষিত দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের অংশ। ছবি: সংগৃহীত



বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা সোনায় নির্মিত রাস্তা তৈরি করতে যাচ্ছে দুবাই। এই রাস্তা হবে নবঘোষিত দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের অংশ। দুবাইয়ের রিয়েল এস্টেট কোম্পানি- আইথরা দুবাই আনুষ্ঠানিকভাবে গোল্ড ডিস্ট্রিক্ট উদ্বোধনের সময় এই প্রকল্পের ঘোষণা দেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে।

গোল্ড ডিস্ট্রিক্টকে দুবাইয়ের নতুন ‘হোম অব গোল্ড’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে স্বর্ণ ও গহনা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম- খুচরা বিক্রি, বুলিয়ন ব্যাবসা, পাইকারি বাণিজ্য এবং বিনিয়োগ এক জায়গায় পরিচালিত হবে।

বর্তমানে এই এলাকায় এক হাজারের বেশি দোকান রয়েছে, যেখানে স্বর্ণের পাশাপাশি সুগন্ধি, কসমেটিকস ও লাইফস্টাইল পণ্যের ব্যাবসাও চলছে।

জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান ও তানিশকের মতো বড় ব্র্যান্ড ইতোমধ্যে সেখানে কার্যক্রম শুরু করেছে। এ ছাড়া জয়ালুক্কাস মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শোরুম হিসেবে ২৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাগশিপ স্টোর নির্মাণের ঘোষণা দিয়েছে।

স্বর্ণ বাণিজ্যে বিশ্বে শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি প্রায় ৫৩ দশমিক ৪১ বিলিয়ন ডলারের স্বর্ণ রপ্তানি করেছে। সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক ছিল প্রধান বাণিজ্য অংশীদার। এ সময় আমিরাত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভৌত স্বর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে অবস্থান ধরে রেখেছে।

আইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসাম গালাদারি বলেন, গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, বাণিজ্যিক পরিসর ও নতুন সম্ভাবনাকে একত্রিত করবে। 

অন্যদিকে দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের অধীন দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাবলিশমেন্টের সিইও আহমেদ আল খাজা বলেন, স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। নতুন এই উদ্যোগ সেই ঐতিহ্যকে আধুনিক সৃজনশীলতা ও টেকসই উন্নয়নের সঙ্গে যুক্ত করবে। সূত্র: খালিজ টাইমস