News update
  • DU openss 'July Memory Museum' remembering martyrs     |     
  • Hotline opened at Burn Institute after BAF jet crash     |     
  • BAF jet crash: Death toll rises to 19, over 50 hurt     |     
  • Air Force F-7 Jet Crashes in Dhaka’s Diabari      |     
  • Fresh low pressure area likely over Bay on July 24: BMD     |     

ঢাকায় জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, প্রশ্ন আজহারীর

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-07-19, 5:43pm

452352352-44d81c920d5966b4566efb05698fc9bb1752925395.jpg




রাজধানী ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের (ওএইচসিএইচআর) একটি আঞ্চলিক অফিস চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে গত শুক্রবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে সরকারের এই পদক্ষেপে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী লিখেন, এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?’ পোস্টের মন্তব্য ঘরেও তিনি লেখেন, ‘যেসব দেশে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর রয়েছে, সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন?

তিনি আরও প্রশ্ন তোলেন, শান্তি ও মানবাধিকার রক্ষায় আমরা নিজেরা যদি পারস্পরিক বোঝাপড়া মজবুত না করতে পারি, তাহলে জাতিসংঘ এসে আসলে কী করতে পারবে?