News update
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     
  • Flight carrying Tarique, family lands in Dhaka     |     

৩০ কিলোমিটার হেঁটে সমাবেশে!

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-02-28, 4:32pm

saabhaar-yubk-chbi-f470c7c87318e6000d8e044dc417cc9e1740738742.jpg




তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা। এককভাবে বা ছোট ছোট দল নিয়ে সেখানে যাচ্ছেন তারা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশের তৈরি মঞ্চ থেক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলের নাম।

এদিকে সমাবেশে এক তরুণ গণমাধ্যমকে বলেন, তিনি ৩০ কিলোমিটার হেঁটে সবাবেশস্থলে এসেছেন। তিনি আরও বলেন, “আমি সাভার থেকে হেঁটে এসেছি। ভোর সাড়ে ৬টায় হেঁটে রওনা দিয়েছি। এটা আমার হেঁটে দ্বিতীয়বার সংসদ ভবনে আসা। কারণ আগস্টের ৫ তারিখে আমি প্রথম হেঁটে সংসদ ভবনে এসেছিলাম। সে সময় আগের দিন ৪ তারিখে ঘোষণা দেওয়া হয়েছিল ‘লংমার্চ টু ঢাকা’য় আসার জন্য। তখন একটা ট্রেন্ডিং চলছিল অনলাইন মিডিয়ায়। মিডিয়ায় বলা হয়েছিল, আলিফ যদি মক্কায় হেঁটে যেতে পারেন, তাহলে আমরা কেন পারব না?”

ওই যুবক আরও বলেন, ‘সে সময় আমরা যখন হেঁটে আসছিলাম, তখন অনেক ব্যারিকেড ছিল। র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী ছিল। আমরা সে সময় অলি-গলি, ভ্যানগাড়ি ও নৌকায় করে এসেছিলাম। তখন আমি গাড়ি ব্যবহার করলেও আজ প্রথম গাড়ি ব্যবহার করি নাই। আমি ৩০ কিলোমিটার পথ হেঁটে এসেছি। আসার মাঝে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, সবাই আগ্রহ নিয়ে জানতে চেয়েছেন, কোথায় যাচ্ছেন? আমি ইতোপূর্বে কখনো কোনো রাজনৈতিক দল করিনি। এটাই আমার প্রথম। আমি যে রাজনৈতিক দলে অংশগ্রহণ করবো, সেটা আজকেই আত্মপ্রকাশ হচ্ছে। একদিন আমি থাকব না, কিন্তু রাজনৈতিক দল থাকবে। এই দলের থেকে চাওয়া প্রথমত, অন্যায়-অবিচার এবং আমরা যারা যুব সমাজ, যাদের আন্দোলনে ভূমিকা ছিল, প্রত্যেকের যেন কর্মসংস্থান ও চাকরি হয়।’

এদিকে, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টাকে। আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদেরও। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন এনসিপির নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ প্রধান।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়া ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে যমুনা থেকে বেরিয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। তবে পতিত আওয়ামী লীগের সরকারের শরিক ১৪ দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।’ এনটিভি।