মানবিক কাজের জন্য অস্ট্রেলিয়ায় অ্যাওয়ার্ড পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা। ‘লোকাল হিরো’ ক্যাটাগরিতে ‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার ২০২৩’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।
ড. শামারুহ মির্জা পেশায় একজন চিকিৎসাবিজ্ঞানী। ২০১৭ সালে তিনি ‘সিতারাস স্টোরি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সহ-প্রতিষ্ঠা করেন। তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরায় সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বিভিন্ন গোষ্ঠীর অনেক নারীকে বিষণ্নতা থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করেছেন।
এদিকে শামারুহ’র মতো একই সম্মাননা পেতে যাচ্ছেন নাজমুল হাসান নামে আরেক বাংলাদেশি। ২০২১ সালের আগস্টে ক্যানবেরায় করোনাভাইরাসের লকডাউন চলাকালে তিনি অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাবার ও অন্যান্য দ্রব্যাদি বিতরণ করেন।
অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দ্য ক্যানবেরা টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এসিটি অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার, এসিটি সিনিয়র অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার, এসিটি ইয়াং অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার এবং এসিটি লোকাল হিরো- এই চারটি ক্যাটাগরিতে মোট ১৬ জন ‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আগামী ৯ নভেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।