News update
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     
  • UN Aid Chief Warns Humanitarian Work Faces Collapse     |     
  • Arab-Islamic Summit yields limited action over Israeli strike on Doha     |     
  • National Consensus Commission term extended till October 15     |     
  • EU Helping BD prepare for free, fair elections: Envoy Miller     |     

বৈশাখী অনুভবে

অধ্যাপক এম জাহিদুল হক বিবিধ 2024-04-14, 1:08am

prof-e3d8f8d2243276221f1b1ed776e1a7f41713035333.jpg

Prof. M Zahidul Haque



এখনো কালো মেঘে ছেঁয়ে যায়নি-

শুভ্র মেঘমালা ভাসছে উড়ে

দৃশ্যমান সমগ্র আকাশ জুড়ে

নেই কালবৈশাখীর কোনো পূর্বাভাস,

শান্ত রয়েছে ধরণী !

বৈশাখের এই শুভক্ষণে

তুমি এলে আমার সন্নিধানে

নতুন ধারা রচিত হলো

আমার গদ্যময় জীবনে।

বৈশাখী মেলা থেকে আনা তোমার উপহার-

একটি রংধনু অঙ্কিত পাঞ্জাবি

রাঙিয়ে দিয়েছে আমার মন

রংধনুর রঙে--

করেছে আমায় উজ্জীবিত

এক নতুন ছন্দে।

এবারের বৈশাখী মেলা থেকে

কিনেছি তোমার জন্যে

এক গুচ্ছ ফুল ও মণিহার-

দিবো বলে তোমায় উপহার

হৃদয়ের সবটুকু ভালোবাসা মুড়িয়ে-

বৈশাখের এই শুভ প্রহরে।

এসো, আজ এই নববর্ষের প্রারম্ভে

রচনা করি আমরা এক অনবদ্য প্রেমগাঁথা

যা অটুট থাকবে চিরকাল-

অনন্ত অনন্তকাল …….

চর্চিত হবে প্রতি বছর বৈশাখে !

(অধ্যাপক এম জাহিদুল হক গ্রিনওয়াচ, ঢাকা এর নিয়মিত কন্ট্রিবিউটর)