Tapan Kumar Saha death anniversary
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সম্পাদক তপন কুমার সাহা'র ২৫ তম মৃত্যু বার্ষিকীতে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮অক্টোবর) সন্ধ্যা সাত টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ স্মরনসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু'র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক অমল মুখার্জী, গোফরান পলাশ, মিলন কর্মকার রাজু, প্রয়াত সাংবাদিকের ছোট ভাই মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের সহকারী চঞ্চল সাহা প্রমূখ।
এর আগে প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। - গোফরান পলাশ