News update
  • 3rd aftershock quake jolts Narsingdi, adjacent districts     |     
  • G20 Backs Climate Declaration as US Boycotts Summit     |     
  • Two Mild Quakes Jolt Dhaka; Epicentres Traced to Badda     |     
  • Bangladesh earthquake death toll rises to 10; scores injured     |     
  • CA for Armed Forces' efficient role to ensure smooth, festive polls     |     

এক সেকেন্ডের ব্যবধানে রাজধানীতে ২ ভূমিকম্প

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2025-11-22, 9:03pm

wrwerwer-430af972897a27af8a3cbb914ddd1ba91763823831.jpg




রাজধানীতে সন্ধ্যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দুটির উৎপত্তিস্থল ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী নরসিংদীতে। আকস্মিক এই কম্পনে আবারও আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী।

শনিবার (২২ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার প্রথম ভূমিকম্পটি হয়। এর এক সেকেন্ড পর, অর্থাৎ সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পটি হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩।

প্রথমে দুটি কম্পনের উৎপত্তিস্থলই বাড্ডায় জানালেও, পরে এই আবহাওয়াবিদ তথ্য সংশোধন করে জানান, প্রথম কম্পনের (৩.৭ মাত্রা): উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডায় এবং দ্বিতীয় কম্পনের (৪.৩ মাত্রা): উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে।

এর আগে সকালেও নরসিংদীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। জেলার পলাশ উপজেলায় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার কম্পনটি অনুভূত হয়েছিল।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের ভূমিকম্প সারা দেশেই অনুভূত হয়। এতে সারা দেশে শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং ৬ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।