News update
  • Dhaka’s air quality ‘unhealthy’ Friday morning     |     
  • People’s unity urged to establish right on 54 common rivers     |     
  • UZ Polls: Voter turnout to increase in 2nd phase: Commissioner      |     
  • 24 dengue patients hospitalised in 24 hrs     |     
  • BNP expels 4 more leaders for contesting Upazila polls     |     

আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2024-05-02, 4:52pm

chuadanga-1-20240502162027-61b912173052baf81cf57ab8f0b95af81714647217.jpg




চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। টানা তাপপ্রবাহে ওষ্ঠাগত হয়ে পড়েছে এ জেলার জনজীবন।

বৃহস্পতিবার (২ মে) বিকেল ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিন-রাতের তাপমাত্রার খুব একটা পার্থক্য থাকছে না। দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে এখানকার মানুষের। রাতে বেলায় ঘনঘন লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ।

এদিকে তীব্র তাপপ্রবাহে শ্রমজীবী মানুষকে কিছুটা স্বস্তি দিতে লেবুর শরবত, খাবার পানি, স্যালাইন, ক্যাপ ও ছাতা বিতরণ করছে জেলা পুলিশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।