News update
  • US to rebuild Dhaka-Washington trust leaving behind tension: LU     |     
  • "Dengue cases in Dhaka was 42,000 less in 2023 than in 2019"     |     
  • Palestinians mark 76th year of the Nakba amid potentially even larger catastrophe     |     
  • US refuses to call Israeli onslaught on Gaza as “genocide”     |     
  • Dhaka's air quality 5th worst in the world Wednesday morning     |     

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠল ৪১.৮ ডিগ্রিতে

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2024-04-29, 11:35am

662e4f79ac1f21714311033-da6c8f29dd263916c2d3e34740d3edf01714368947.jpg




অব্যাহত তীব্র তাপদাহে স্বস্তি নেই চুয়াডাঙ্গায়। সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠছে এখানকার জনপদ। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম।

রোববার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। দুপুরে মরুভূমির মতো তাপ অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। চলমান দাবদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শ্রমজীবিরা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আগামী দুই দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে, এখনই বৃষ্টির জন্য কোনো সুখবর নেই। মে মাসের শুরুর দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরটিভি নিউজ।