News update
  • India making efforts to keep Bangladesh under control: Fakhrul     |     
  • Spl mango train to start operation on Chapai-Dhaka route June 1     |     
  • Israel army says five soldiers killed in north Gaza     |     
  • “Women’s contribution in addressing climate risks is important”     |     
  • Heatwave affects Dhaka, other divs; temperatures likely to rise      |     

বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2024-04-16, 11:26pm

arteteyety-397e5a643ca9d6fb843628528ba332701713288421.jpg




ব্রজপাতে ৩ জেলায় অন্তত ৪ জন মারা গেছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে মাদারীপুরে ২ জন, নরসিংদীতে ১ জন ও ঝালকাঠিতে ১ জন মারা গেছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) আরটিভির মাদারীপুর, নরসিংদী ও ঝালকাঠি প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মাদারীপুর 

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মারা গেছেন বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩৫) এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাশেদ মুন্সী (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে বসোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার রান্না ঘর থেকে বসত ঘরে যাওয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে ফসলের খেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার মো. রাশেদ মুন্সী নামের এক যুবকের মৃত্যৃ হয়।

নরসিংদী 

নরসিংদীর রায়পুরায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে মো. জাকির আলী (৪০) নামে একজন নিহত হয়েছেন। তিনি মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার আলীম উদ্দিনের ছেলে।

মরজাল ইউপি সদস্য সাব্বির আহমেদ তুহিন বলেন, জাকির আলী রাস্তারর পাশে বসা ছিলেন ঝড়–বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারৈচা বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক জেলা হাসপাতালে পাঠায়। জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি 

ঝালকাঠির কাঠালিয়ায় ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. সিহাব জমাদ্দার নামে এক যুবক মারা গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

কাঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, সিহাব ঝড়ো বাতাসের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।