News update
  • UN High Seas Treaty Clears Ratification, Set for 2026     |     
  • UAE Suspends Visas for Bangladesh, Eight Other Nations      |     
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     

চলতি সপ্তাহের ছয় দিনই দূষিত শহরের শীর্ষে ঢাকা

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2023-01-26, 1:41pm

resize-350x230x0x0-image-209083-1674717628-288665a005137f7fd9e1fe8e9301bb7e1674718861.jpg




চলতি সপ্তাহে ষষ্ঠ দিনের মতো বায়ুদূষণের শহরের শীর্ষস্থানে রয়েছে ঢাকা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৩৭২ স্কোর। সেই হিসেবে ঢাকাকে শীর্ষে রাখা হয়েছে। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এর আগে, বুধবার (২৫ জানুয়ারি) একই সময়ে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার বাতাসের মান ছিল ৩১৯ স্কোর।

সপ্তাহের শুরু হয় শুক্রবার দিয়ে। এদিন থেকে টানা চার দিন বায়ুদূষণে শীর্ষস্থানে ছিল ঢাকা। চার দিন পর গত মঙ্গলবার শীর্ষে ছিল উজবেকিস্তানের তাসখন্দ শহর। একদিন না যেতে গতকাল বুধবার তালিকায় আবার প্রথম স্থানে নাম আসে ঢাকার। আজও তালিকায় শীর্ষেই আছে মেগাসিটি ঢাকার নাম।

এ ছাড়া একই সময়ে একিউআই ২৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ। ২৪০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাতোর। ২১৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ২০০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। ১৮৩ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন এবং ১৭৯ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর।

দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে আসছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে সম্যক ধারণা দেয়।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এরমধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।