News update
  • Zimbabwe team in Dhaka for a 5-match T20I series with Tigers     |     
  • Is floating object in Patuakhali canal, a used torpedo     |     
  • 1.30 crore sacrificial animals to be sold during Eid-ul-Azha     |     
  • Poor navigability hits launch plying in Kaptai Lake     |     
  • Non-AC High Schools in Dhaka, 4 other dists closed on Monday     |     

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি দেওয়ালে উপযুক্ত রং ব্যবহারের নির্দেশ

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2022-08-18, 8:54am

r3sabfihul4vqbyg9vfh9vl4badhgs-23f9adc43ef479ff67de43d940118f9b1660791290.jpg




সরকারি ভবনে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায়, আলোর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য দেওয়ালে উপযুক্ত রং ব্যবহার করতে বলা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সরকারি এক তথ্য বিবরণীতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো-

১. বিদ্যুৎ সাশ্রয়ে এলইডি লাইট ব্যবহার করতে হবে।

২. আলোর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য দেওয়ালে উপযুক্ত রং ব্যবহার করতে হবে।

৩. সিঁড়ি, ওয়াশরুম, ওয়েটিং রুম, করিডোরসহ কমন স্পেসে মানুষের উপস্থিতিতে জ্বলে/নিভে এমন লাইটিং সিস্টেম ব্যবহার করতে হবে।

৪. বিল্ডিং কোডে উল্লিখিত কোনও কাজে কত মাত্রার উজ্জ্বলতা বজায় রাখতে হবে তা অনুসরণ করা।

৫. বৈদ্যুতিক বাল্ব নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

৬. দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

৭. এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা।

৮. এসি ব্যবহারের সময় কক্ষের দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখার পাশাপাশি জানালায় দুই স্তর বিশিষ্ট কাঁচ অথবা পর্দা ব্যবহার করতে হবে।

৯. এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করা, বছরে কমপক্ষে একবার এসির সার্ভিসিং করানো এবং এসির ডাক্ট বা পাইপের লিকেজ পরীক্ষা করতে হবে।

১০. বিদ্যুৎ সাশ্রয়ী ও ইনভার্টারযুক্ত এসি ও ফ্রিজ ব্যবহার করতে হবে।

১১. বিদ্যুৎ সাশ্রয়ী ও বাতাস বেশি তৈরি হয় এমন ফ্যান ব্যবহার করা।

১২. কাজ ব্যতিরেকে অফিসের চালু কম্পিউটার ও ল্যাপেটপগুলো পাওয়ার সেভিং মোডে রাখতে বলা হয়েছে।

১৩. ডেস্কভিত্তিক প্রিন্টার ও স্ক্যানার ব্যবহারের পরিবর্তে নেটওয়ার্কের আওতায় কম যন্ত্রপাতি ব্যবহার উৎসাহিত করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ ।