News update
  • Bangladesh’s Finance Sector Stabilises, Challenges Remain     |     
  • Govt Proposes Up to Tk1cr for Milestone Crash Victims     |     
  • Hadi Killing: Inqilab Mancha Sets 24-Day Justice Ultimatum     |     
  • Alliances Race to Settle Seat Deals as Nomination Deadline Ends     |     
  • Bangladesh Bank Buys $115 Million to Support Forex Market     |     

নতুন আপডেট আনছে গুগল, এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-12-29, 10:07am

rtretwerewr-678a6149a71d6f7af4dc95982f0e00e61766981223.jpg




দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন করার সুযোগ নেই। ফলে স্কুল বা কলেজ জীবনে তৈরি করা অপ্রাসঙ্গিক ইউজারনেমই পরবর্তীতে অফিসিয়াল ও গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার করতে বাধ্য হন অনেকেই। এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে এবার বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল।

গুগল এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা একই গুগল অ্যাকাউন্ট বজায় রেখে জিমেইলের ইউজারনেম পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ, বর্তমান @gmail.com ইমেইল ঠিকানা বদলে একই ডোমেইনের একটি নতুন জিমেইল ঠিকানা নেওয়া যাবে। এ ক্ষেত্রে নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না এবং ডেটা হারানোরও কোনো ঝুঁকি থাকবে না। গুগল ড্রাইভ, ফটোস, ইউটিউব, প্লে স্টোরসহ সব সার্ভিস আগের মতোই ব্যবহার করা যাবে। কেনাকাটা, সাবস্ক্রিপশন কিংবা অ্যাকাউন্টের পুরোনো তথ্যেও কোনো পরিবর্তন হবে না।

তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। যাদের মূল ইমেইল ঠিকানা @gmail.com এ শেষ হয়, কেবল তারাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। অফিসিয়াল, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বা কাস্টম ডোমেইনের ইমেইল অ্যাকাউন্ট এই সুবিধার আওতায় আসবে না। নতুন ইমেইল ঠিকানাটিও অবশ্যই @gmail.com ডোমেইনের হতে হবে।

গুগল ধাপে ধাপে এই ফিচার চালু করবে। যাদের অ্যাকাউন্টে এটি সক্রিয় থাকবে, তারা Google Account Settings থেকে Personal info অপশনে গিয়ে Email সেকশনে নতুন এই অপশনটি দেখতে পাবেন। ইউজারনেম পরিবর্তনের পর পুরোনো ও নতুন দুই ঠিকানায় পাঠানো সব ইমেইলই একই ইনবক্সে পৌঁছাবে। পাশাপাশি পুরোনো ইমেইল ঠিকানাটি রিকভারি অ্যাড্রেস হিসেবে সংরক্ষিত থাকবে এবং উভয় ঠিকানা দিয়েই অ্যাকাউন্টে লগইন করা যাবে।

তবে ইউজারনেম পরিবর্তনের ক্ষেত্রে কিছু নিয়ম ও সীমাবদ্ধতাও রেখেছে গুগল। একবার পরিবর্তনের পর পরবর্তী ১২ মাসের আগে আবার ইউজারনেম বদলানো যাবে না। এই সময়ের মধ্যে চাইলে আগের ইমেইল ঠিকানায় ফিরে যাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি এই সময়ের মধ্যে পুরোনো জিমেইল ঠিকানা ব্যবহার করে নতুন কোনো গুগল অ্যাকাউন্ট খোলাও সম্ভব হবে না। একটি গুগল অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনবার ইউজারনেম পরিবর্তন করা যাবে, অর্থাৎ একটি অ্যাকাউন্টে মোট চারটি জিমেইল ঠিকানা ব্যবহারের সুযোগ থাকবে।

কিছু পুরোনো সার্ভিসে, যেমন আগের ক্যালেন্ডার ইভেন্টে, সাময়িকভাবে পুরোনো ইমেইল ঠিকানা দেখা যেতে পারে। তবে নিরাপত্তার বিষয়ে গুগল জানিয়েছে, ব্যবহারকারীর পুরোনো জিমেইল ঠিকানা অন্য কেউ কখনোই ব্যবহার করতে পারবে না। এটি স্থায়ীভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গেই সংযুক্ত থাকবে।

সব মিলিয়ে, গুগলের এই নতুন ফিচারটি তাদের জন্য বড় স্বস্তির খবর, যারা পেশাগত বা ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ধরে জিমেইল ইউজারনেম পরিবর্তনের সুযোগের অপেক্ষায় ছিলেন। ফিচারটি সবার জন্য চালু হলে বহু ব্যবহারকারীর ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।