News update
  • সমুদ্র থেকে লাইটার জাহাজে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ     |     
  • AL Found Organisationally Involved in BDR Carnage: Taposh Key Coordinator     |     
  • Trump calls Venezuelan airspace ‘closed,’ Maduro denounces ‘colonial threat’     |     
  • Bangladesh’s potato powerhouse status to be showcased in festival     |     
  • Hasnat prays Khaleda Zia lives to see Sheikh Hasina executed     |     

এআইয়ের নেতিবাচক প্রভাবে ধ্বংস হতে পারে যুবসমাজ: অধ্যাপক আল মামুন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-12-01, 7:32am

06c6faa70110a68b5b41b3d8e6f942eb55a2840fd7c97124-83dcde3fa27eeddaa5da9d5e6fa86fd21764552739.jpg




কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সক্ষমতা না বাড়ালে আগামী এক দশকের মধ্যে বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে মনে করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন।

রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত দিনব্যাপী এআই লিটারেসি ওয়ার্কশপে তিনি এ কথা বলেন।

অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন বলেন, যথাযথ উপায়ে এআই ব্যবহার করলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক উন্নয়ন হবে। বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার মুভমেন্ট আফ্রিকার চেয়েও পিছিয়ে।

সেইসঙ্গে এআইয়ের নেতিবাচক প্রভাবে যুবসমাজ ধ্বংসের শঙ্কাও রয়েছে বলেও মন্তব্য করেন ইউআইইউর এই অধ্যাপক।

এ সময় আরও দৃঢ় সার্বিক সম্পর্ক গড়ার কথা জানিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের রাজনীতি বিষয়ক ফার্স্ট সেক্রেটারি লরা অ্যাডাম।