News update
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     
  • Flight carrying Tarique, family lands in Dhaka     |     
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     
  • Flight carrying Tarique, family lands at Dhaka Airport     |     

ভিভোর ‘ঈদের আগেই ঈদের খুশি’ ক্যাম্পেইনে আকর্ষণীয় উপহার

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-02-25, 9:55pm

fsfetwe-f8c5f7f180194e2e91ed3ad3781a849f1740498956.jpg




ভিভো নিয়ে এলো বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের আগেই ঈদের খুশি’। স্মার্টফোনপ্রেমীদের ঈদের আনন্দ আরও দ্বিগুণ করতে, ঈদের আগেই ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেইন। ক্যাম্পেইনে ভিভোর জনপ্রিয় স্মার্টফোনগুলোর সাথে থাকছে দারুণ সব অফার। ভিভো ভি৪০ কিনলে ক্রেতারা উপহার হিসেবে পাবেন রিরো ডাব্লিউ১ ওয়াচ। আর ভিভো ভি৪০ লাইটের সাথে থাকছে রিরো এল১৫। এছাড়াও ওয়াই সিরিজের বিভিন্ন মডেলের ওপর থাকছে আকর্ষণীয় উপহার।

সম্প্রতি বাংলাদেশে বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২৯। ঈদের আগেই ঈদের খুশি ক্যাম্পেইনের আওতায় ভিভো ওয়াই২৯ কিনলে গ্রাহকরা পাচ্ছেন রিরো বি১০ নেকবেন্ড উপহার। অত্যাধুনিক প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি ভিভো ওয়াই২৯ স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য। 

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে তৈরি ভিভো ওয়াই২৯ স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা এক চার্জেই দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করে। সাথে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির সাহায্যে দ্রুত চার্জ হয়ে ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দেয়। 

ডিজাইনের দিক থেকেও ভিভো ওয়াই২৯ নজরকাড়া। এতে ব্যবহৃত হয়েছে অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন ও স্কট শিল্ড গ্লাস, যা ফোনটিকে করে তুলেছে টেকসই ও দুর্ঘটনাজনিত আঘাত প্রতিরোধে সক্ষম। 

পারফরম্যান্সের দিক থেকেও এই স্মার্টফোনটি চমৎকার অভিজ্ঞতা দেবে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, যা মাল্টিটাস্কিং ও গেমিংয়ের জন্য উপযোগী। এছাড়া ৬.৬৮ ইঞ্চির ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে এবং ১০০০ নিটস ব্রাইটনেস থাকায় সূর্যের আলোতেও স্পষ্টভাবে স্ক্রিন দেখা যাবে। 

৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম সংস্করণের মূল্য ২৩,৯৯৯ টাকা, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম সংস্করণ ২১,৯৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম সংস্করণ পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়। নতুন এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ‘এলিগেন্ট হোয়াইট’ ও ‘নোবেল ব্রাউন’—এই দুটি প্রিমিয়াম রঙে।