News update
  • Shahidul Alam Vows to Reach Gaza Despite Israeli Obstacles     |     
  • UN Urged to Act on Palestinian Rights Without Delay     |     
  • Saudi Arabia Introduces New Licensing for Hajj Accommodations     |     
  • UK Pledges Aid to Support Rohingya Refugees and Host Communities     |     
  • Investors and Officials Challenge Elon Musk’s $1 Trillion Pay     |     

ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো ইনস্টাগ্রাম

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-01-25, 12:20pm

5435435345-748f9bf00bc22c0b38cfa3c1be776e8e1737786049.jpg




অবশেষে ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে ইনস্টাগ্রাম! সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্ল্যাটফর্মটি নিয়মিতই নতুন নতুন ফিচার এবং আপডেট নিয়ে আসছে। ইনস্টাগ্রামের এই পরিবর্তনগুলো শুধুমাত্র ব্যবহারকারীদের সুবিধা নয়, বরং সৃষ্টিশীলতাকেও উৎসাহিত করবে। আসুন জেনে নিই ইনস্টাগ্রামের নতুন আপডেট।

ইনস্টাগ্রামের নতুন ফিচারে রিলসের সময় বাড়ানো হয়েছে। বর্তমানে ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা ৯০ সেকেন্ড অর্থাৎ দেড় মিনিটের বেশি রিলস বানাতে পারে না। ফলে বাধ্য হয়েই সংক্ষেপে ভিডিও সম্পূর্ণ করতে হয়। ইউজারদের চাহিদার প্রাধান্য দিয়ে এবার রিলসের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। যা ব্যবহারকারীদের একটি নতুন মাত্রা প্রদান করবে।

সংস্থার প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি ঘোষণা করেছেন যে ইনস্টাগ্রামে আসছে নতুন একটি ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা সর্বাধিক ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন।

তিনি বলেন, এখন থেকে আপনারা ৩ মিনিট পর্যন্ত রিলস আপলোড করতে পারবেন। পূর্বে ৯০ সেকেন্ডের সীমা দেওয়ার মূল কারণ ছিল সংক্ষিপ্ত ভিডিওর অভিজ্ঞতা উন্নত করা। কিন্তু আমরা প্রতিক্রিয়া পেয়েছি যে অনেক ব্যবহারকারী যারা দীর্ঘ গল্প শেয়ার করতে চান, তাদের জন্য এটি খুবই সীমাবদ্ধ ছিল। তাই এখন সময়সীমা বাড়ানোর ফলে ব্যবহারকারীরা আরও ভালোভাবে এবং বিস্তারিতভাবে তাদের গল্প বলার সুযোগ পাবেন।

সম্প্রতি, টিকটক ব্যবহারকারীদের জন্য তিন মিনিটের দীর্ঘ ভিডিও পোস্ট করার সুবিধা চালু করেছে। এই পদক্ষেপের পর ইনস্টাগ্রামও একই ধরনের একটি ফিচার নিয়ে আসার ঘোষণা করলো। আরটিভি