News update
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     
  • Flight carrying Tarique, family lands at Dhaka Airport     |     
  • Tarique’s Flight Lands in Sylhet; Crowds Build at 300 Feet     |     
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     

‘সিনসুং’ রোবোটিক অটোমেশন শেয়ার লিমিটেড কোম্পানি পরিদর্শন করলেন সি চিন পিং

ওয়াং হাইমান ঊর্মি বিজ্ঞান ও প্রযুক্তি 2022-08-18, 3:35pm




বুধবার (১৭ আগস্ট) চীনা প্রেসিডেন্ট সি চিন পিং লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াংয়ের ‘সিনসুং’ রোবোটিক অটোমেশন শেয়ার লিমিটেড কোম্পানি পরিদর্শন করেন। 

২০০০ সালে শেনইয়াং ‘সিনসুং’ রোবোটিক অটোমেশন শেয়ার লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠিত হয়। 

এটি রোবোটিক প্রযুক্তিকে কেন্দ্র করে, সম্পূর্ণ বুদ্ধিমান পণ্যসেবা ও পরিষেবা প্রদানকারী একটি উচ্চ মানের বৈজ্ঞানিক শিল্পপ্রতিষ্ঠান। ‘সিনসুং’-এর বিভিন্ন পণ্য ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে রফতানি করা হয়। 

কোম্পানিতে ৪ সহস্রাধিক কর্মী কাজ করেন।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)