News update
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     
  • India willing to work together inspired by shared sacrifices of past     |     

১২ দিনে প্রবাসী আয় এসেছে ১১৮ কোটি ডলার

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-10-13, 9:20pm

reterwrwer-283fd925065f6cd03b20ad26286881b91760368848.jpg




দেশে চলতি অক্টোবরের প্রথম ১২ দিনে ১১৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।

শুধু ১২ অক্টোবর একদিনেই দেশে এসেছে ১৯৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স— যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একদিনের প্রবাহ বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।

চলতি অর্থবছরের (২০২৫-২৬) শুরু থেকে রেমিট্যান্স প্রবাহও বেশ শক্তিশালী রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত সময়কালে দেশে এসেছে মোট ৮৭৮৭ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৭৫৩৬ মিলিয়ন ডলার থেকে প্রায় ১৬ দশমিক ৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি বা অনানুষ্ঠানিক চ্যানেলের দমন, প্রবাসীদের প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেল সহজ করা— এই তিনটি কারণেই রেমিট্যান্সে এই ইতিবাচক গতি দেখা যাচ্ছে।

বিশ্লেষকরা মনে করেন, আসন্ন উৎসব মৌসুম ও মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান বৃদ্ধির প্রভাবে বছরের শেষ প্রান্তিকেও রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকতে পারে। তবে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং প্রণোদনা নীতিতে ধারাবাহিকতা বজায় রাখা এখন প্রধান চ্যালেঞ্জ বলে তারা মনে করছেন। এই ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় থাকলে চলতি অর্থবছরে রেমিট্যান্সের অঙ্ক আবারও ২ হাজার কোটি ডলার (২০ বিলিয়ন) ছাড়াতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।

এর আগে, গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। আরটিভি