News update
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     

নেপাল ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে : বাণিজ্যমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2023-01-25, 11:02pm

image-76229-1674660687-512c8c79b8bb02804cdbe25b087a871d1674666161.jpg




বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, নেপাল ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে। এই দু’টি দেশের মধ্যে নেপালের সঙ্গে ৯৯ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের ৩ দশমিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে ।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য বেনজীর আহমদের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে জানান, ‘নেপাল ও মালদ্বীপ ছাড়া সার্কভুক্ত অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। গত ২০২১-২০২২ অর্থবছরে সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ১২ হাজার ৬৬৫ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার। একই অর্থবছরে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ১৯ হাজার ৩৫৩ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার।’

বাণিজ্যমন্ত্রী জানান, আফগানিস্তানের সঙ্গে ৭ দশমিক ৮৭ মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। ভুটানের সঙ্গে ২৫ দশমিক ৯৪ মিলিয়ন ডলার, ভারতের সঙ্গে ১১ হাজার ৯২৯ দশমিক শূন্য এক মিলিয়ন ডলার, পাকিস্তানের সঙ্গে ৬৯৫ দশমিক ২১ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কার সঙ্গে ১১০ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। অপরদিকে মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ১৫ হাজার ৫৬৫ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার। ২০২০-২০২১ অর্থবছরে তা ৪৫ হাজার ৩৬৭ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। ফলে এক যুগের ব্যবধানে রপ্তানি আয় তিনগুণ বেড়েছে।

সরকারি দলের সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি জানান, করোনার ধাক্কা সামলে ২০২১-২০২২ অর্থবছরে দেশের পণ্য রপ্তানি করে ৫ লাখ ২৬ হাজার ১৮৮ কোটি ৭ লাখ টাকা আয় হয়েছে। এটি আগের অর্থবছরের চেয়ে যা এক লাখ ৪১ হাজার ৪২৮ কোটি ৯৩ লাখ টাকা বেশি।

এম আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশের ১৮৩টি তৈরি পোশাক কারখানা ইউএস গ্রিন কাউন্সিল থেকে সবুজ কারাখানার স্বীকৃতি পেয়েছে। তথ্য সূত্র বাসস।