News update
  • PM Hasina returns home after six-day Thailand visit     |     
  • Heatwave spoils potatoes imported from India via Hili land port     |     
  • PM Hasina leaves for Dhaka after six-day Thailand visit     |     
  • Dhaka's air 6th worst in the world Monday morning     |     
  • ‘IDB reflects True Spirit of OIC Solidarity, Cooperation’     |     

জুলাই পর্যন্ত চীন-ইউরোপ রুটে ৫৭ সহস্রাধিক বার ট্রেন চলাচল করেছে

ওয়াং হাইমান ঊর্মি বানিজ্য 2022-08-18, 3:51pm

wuyjuyuthhghv-6c75823d2d7a858dfe34a065d84f6a151660816272.jpg




চলতি বছর, জুলাই মাসের শেষ নাগাদ পর্যন্ত, চীন-ইউরোপ রুটে ৫৭ সহস্রাধিক বার পণ্যবাহী ট্রেন চলাচল করেছে।  


(১৮আগস্ট) বেইজিংয়ে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়।


ব্রিফিংয়ে জানানো হয়, ওই সময়কালে ট্রেনগুলো ৫৩ লাখ প্রমাণাকৃতির কনটেইনারে প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য পরিবহন করেছে। 


প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বর্তমানে চীন থেকে ইউরোপগামী মোট ৮২টি পরিবহনলাইন আছে, যা ইউরোপের ২৪টি দেশের ১৯৬টি শহর পর্যন্ত পৌঁছেছে। 

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)