News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

কলাপাড়ায় সুন্দরবন দিবস উপলক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

বন 2025-02-14, 10:47pm

a-dialogue-of-citizens-was-held-in-kalapara-on-friday-feb-14-marking-sundarban-day-2025-082306ad479fcca04bb221594415a2011739551656.jpg

A dialogue of citizens was held in Kalapara on Friday Feb 14 marking Sundarban Day 2025.



পটুয়াখালী: সুন্দরবন দিবস ২০২৫ উপলক্ষ্যে সুন্দরবন রক্ষার দাবিতে শুক্রবার সকালে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়াতনে একটি নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। প্রান্তজন, এ্যাকশনএইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অতিথি হিসাবে অনুষ্ঠানে আলোচনা করেন সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেন; এবং বনবিভাগ কলাপাড়া এর ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক। ধারণা পত্র উপস্থাপন করেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মেজবাহ উদ্দিন মাননু। আলোচনা করেন মঞ্চের সদস্য অমল মুখার্জী, সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন, স্থপতি মোঃ ইয়াকুব খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাশরাফি কামাল শাফি, সাংবাদিক সৈয়দ মোঃ রাসেল, আমরা কলাপাড়াবাসী এর সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, মোসা.৭ দুলালী, লাখাইন, রাসেল মোল্লা, মোস্তফা কামাল প্রমূখ।  

নাগরিক সংলাপে বক্তারা বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি উপকূলীয় অঞ্চলের লক্ষাধিক মানুষের জীবন—জীবিকার সাথে সরাসরি জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে সুন্দরবনকে রক্ষার কোনো বিকল্প নেই।

নাগরিক সংলাপে পরিবেশবিদ, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও তরুণ জলবায়ু কর্মীরা অংশ নেন। তারা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিল্পায়ন, অবৈধ দখল ও দূষণের কারণে সুন্দরবন হুমকির মুখে। তাই নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে সুন্দরবন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। - গোফরান পলাশ