News update
  • ‘Very unhealthy’ air quality persists in Dhaka     |     
  • Customs duty on dates imports cut ahead of Ramadan     |     
  • NBR extends VAT exemption on Metro Rail services     |     
  • People eagerly await Tarique Rahman's homecoming Thursday     |     
  • Palm trees axed in Naogaon bypass for safety of electric line     |     

রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে কারাবো কাপের সেমিতে আর্সেনাল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-12-24, 9:08am

aab0da9bb04c5930127429e741f3426943f1cd67accb995b-1799e49e944a5057fde18434d541028c1766545723.jpg




নিয়মিত সময়ের খেলা সমতায় শেষ হওয়ার পর ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। একে একে প্রথম সাত পেনাল্টি শুটআউটে সফল হয় দুদলই। অষ্টম স্পটকিকেও সফল হয় আর্সেনাল। তবে এবারও ক্রিস্টাল প্যালেসের জাল অক্ষত রাখতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজ। তাতে কারাবো কাপের সেমিফাইনাল নিশ্চিত করে গানাররা।

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেস। ১-১ সমতায় নিয়মিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে স্বাগতিকরা।

ঘরের মাঠে এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় আর্সেনাল। যদিও আগের ম্যাচে একাদশে আট পরিবর্তন এনেছিলেন কোচ মিকেল আর্তেতা। কেবল এভারটন ম্যাচে খেলা তিন ডিফেন্ডার ছিলেন প্রথম একাদশে। তবে গানারদের একের পর এক শট রুখে  দিয়ে প্রথমার্ধে ক্রিস্টাল প্যালেসের জাল অক্ষত রাখেন আর্জেন্টাইন গোলরক্ষক বেনিতেজ।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়াতে বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড ও ডেকলাইন রাইসদের নামান আর্তেতা। তারাও দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারছিলেন না। তবে ক্রিস্টালের ডিফেন্ডার ম্যাসেন্স লাক্রয়ের ভুলে ৮০তম মিনিটে লিড পেয়ে যায় আর্সেনাল। আত্মঘাতী সে গোলের কল্যাণে জয় প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল স্বাগতিকদের। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে ক্রিস্টালের আশা বাঁচিয়ে রাখেন মার্ক গুয়েহি। এর টাইব্রেকারে সে রুদ্ধশ্বাস লড়াই। একে একে ১৫টি শট রুখতে ব্যর্থ হন দুদলের গোলরক্ষকরা। তবে বেনিতেজ আর্সেনালের অষ্টম স্পটকিক রুখতে ব্যর্থ হলেও, সফল হন কেপা আরিজাবালাগা। ক্রিস্টালের হয়ে অষ্টম শট নিতে আসা লাক্রয়ের শট ঠেকিয়ে জয় উপহার দেন আর্সেনালকে। তাতে শেষ চারের টিকিট পেয়ে যায় গানাররা।

কারাবো কাপের সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ চেলসি। ফাইনাল নিশ্চিতের মিশনে আগামী ১৪ জানুয়ারি প্রথম লেগে আর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে লড়বে দুদল।