News update
  • SC reinstates caretaker govt system in BD Constitution     |     
  • Bangladesh can't progress sans women’s safety online & offline      |     
  • U.S. trade deficit drops 24% in Aug as tariffs reduce imports     |     
  • Belem countdown: Climate talks race to the finish     |     

ভারতকে হারানো বাংলাদেশ ৯ বছরের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-11-20, 8:49am

2201188f46b2079772a4efeaa70dbda0cd716bb3d80b58f8-db6181168270133a4444af89c179014e1763606994.jpg




ভারতের সঙ্গে শেষ ৩ দেখায় বাংলাদেশ ফুটবল দলের কোনো হার নেই, এরমধ্যে শেষটিতে তুলে নিয়েছে জয়। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার লাল সবুজদের জয় ১-০ গোলে। এই জয় সুখবর দিল হামজা-চৌধুরী সমিত সোমদের। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে তারা।

৯১১.১৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮০ নম্বরে। বিগত ৯ বছরের মধ্যে এটা সর্বোচ্চ পজিশন। বাংলাদেশ এর আগে ২০১৬ সালের মেতে ১৭৮ নম্বরে ছিল, তখন রেটিং পয়েন্ট ছিল ৮৭। পরের বছর সবচেয়ে বাজে সময়ও দেখেছে লাল সবুজরা। ২০১৭ শেষের দিকে চলে গিয়েছিল ক্যারিয়ার সর্বনিম্ন ১৯৭ নম্বরে। নব্বইয়ের ঘর থেকে তাদের উন্নতি হয় ২০১৯ সালের এপ্রিলে।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন শেখ মোরসালিন। রাকিব হোসেনের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি।

অন্যদিকে হেরে ৬ ধাপ অবনতি হয়ে ১৪২ নম্বরে নেমেছে ভারতের। এবারের হালনাগাদে যা যৌথভাবে সর্বোচ্চ অবনমনের নজির। ভারতের মতো ৬ ধাপ অবনতি হয়েছে এল সালভাদরেরও। ভারতের আগের রেটিং পয়েন্ট ছিল ১০৯৬.৬৫, এখন ১০৭৯.৫২।

সেরা চারে কোনো পরিবর্তন নেই। শীর্ষ পাঁচে ঢুকেছে সেনেগালকে ২-০ গোলে হারিয়ে তিউনিসিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা ব্রাজিল। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও নেদারল্যান্ডসের একধাপ করে অবনতি হয়েছে।