
লিগে টানা তিন ম্যাচে হারা লিভারপুল গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বড় জয়ে কাটায় জয়খরা। তবে প্রিমিয়ার লিগে ফিরতেই ফের খেই হারিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। এবার হেরেছে ব্রেন্টফোর্ডের কাছে।
শনিবার (২৫ অক্টোবর) জিটেক কমিউনিটি স্টেডিয়ামে স্বাগতিক ব্রেন্টফোর্ডের কাছে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। প্রথমার্ধে ড্যাঙ্গো উয়াত্তারা ও কেভিন শ্যাডার গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুলের পক্ষে একটি গোল শোধ করেন মিলোস কেরকেজ।
দ্বিতীয়ার্ধে ইগর থিয়াগো ফের ব্যবধান বাড়ান। ম্যাচ শেষ হওয়ার আগে মোহামেদ সালাহর গোলে লিভারপুল ব্যবধান কমালে ম্যাচে রোমাঞ্চ জাগে। কিন্তু শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি অলরেডরা।
এই নিয়ে লিগে টানা চার ম্যাচে হারলো লিভারপুল। প্রথম পাঁচ ম্যাচে টানা জেতা অলরেডরা এই হারে ১৫ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে। অন্যদিকে ব্রেন্টফোর্ড সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে।
এদিন ঘরের মাঠে বল পজেশনে ব্রেন্টফোর্ড অনেক পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল। ১৭টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। লিভারপুলের ১৭টি শটের ৫টি লক্ষ্যে ছিল।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। সতীর্থের হেড পাসে দেয়া বল ভলিতে জালে পাঠান ড্যাঙ্গো। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। নিজেদের অর্ধ থেকে ডামসগার্ডের বাড়ানো পাস ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন শ্যাডা।
প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান কমান কেরকেজ। লিভারপুলের জার্সিতে এই হাঙ্গেরিয়ান ডিফেন্ডারের এটাই প্রথম গোল।
৬০ মিনিটে ড্যাঙ্গোকে ডি-বক্সে ফাউল করেন ফন ডাইক। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে বল জালে পাঠান ইগর থিয়াগো।
৮৯ মিনিটে সালাহ গোল করলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। কিন্তু লিভারপুল মরিয়া চেষ্টা চালিয়েও আর গোল আদায় করতে পারেনি। টানা চতুর্থ হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্লটের শিষ্যদের।
এদিকে দিনের আরেক খেলায় হেরে গেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে এসে স্বাগতিকদের হারিয়ে গেছে এই মৌসুমেই প্রিমিয়ার লিগে ওঠা সান্ডারল্যান্ড। আলেহান্দ্রো গারনাচোর চেলসির জার্সিতে প্রথম গোলে ৪ মিনিটের মাথায় লিড নিয়েছিল চেলসি।
কিন্তু ২২ মিনিটে উইলসন ইসিদোর এবং ৯৩ মিনিটে চেমসডাইন তালবি গোল করে সফরকারীদের দারুণ এক জয় এনে দেন।
৯ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সান্ডারল্যান্ড। এক ম্যাচ কম খেলেই ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে চেলসি।