News update
  • Guterres: Fossil Fuel Era Ending, Urges New Climate Plans     |     
  • Advisers, CA’s Press Secretary Freed After 9-Hour Siege     |     
  • Death Toll Hits 31 as Fighter Jet Crashes into School     |     
  • Extreme heat threatens lives, livelihoods of workers in BD     |     
  • Nationwide mourning over BAF training jet crash on Milestone College     |     

শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশের মেয়েরা, সুযোগ আছে নেপালেরও

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-07-20, 5:56am

71856134cf5d11cc0d5c5aad81e91bf49d5fd67362250a2d-e03d84b36192ad7c07babc1e72d866f61752969395.jpg




ভুটানের সঙ্গে নেপাল জিতে যাওয়ায় সাফ অনূর্ধ্ব-২০ এর শিরোপা জেতা হচ্ছে- এটা জেনেই শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও লঙ্কানদের পাত্তা দেয়নি আফঈদা খন্দকার বাহিনী।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ৫-০ গোলে জিতেছে, প্রথম দেখায় জয় ছিল ৯-১ গোলে। আজ শিরোপা জেতা না হলেও চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে তারা। ৫ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট আফঈদাদের। সমানসংখ্যক ম্যাচে নেপালের পয়েন্ট ১২। ভুটান ও শ্রীলঙ্কা শিরোপার দৌড় থেকে কবেই ছিটকে গেছে!

শিরোপার দৌড়ে থাকা বাংলাদেশ ও নেপাল শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার জন্য নেপালের বিপক্ষে ড্রই যথেষ্ট বাংলাদেশের, হারলে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে নেপাল।

বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে আধিপত্য করে খেলা বাংলাদেশ গোলের খাতা খুলে ২৬ মিনিটে। কানন বাহাদুরের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি গোল করে তারা। এবার গোলদাতা পূজা দাস।

দ্বিতীয়ার্ধের প্রথম গোলটিও এই পূজাই করেন। এরপর ৮৬ মিনিটে তৃষ্ণা রানি ব্যবধান ৪-০ করেন। এটা তৃষ্ণার এই আসরে চতুর্থ গোল, বাংলাদেশের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ। সাগরিকা ও শান্তি মারদিও চারটি করে গোল করেছেন। তৃষ্ণার অন্য গোল তিনটির একটি নেপালের বিপক্ষে ও ২টি ভুটানের বিপক্ষে।

যোগ করা সময়ের ৭ মিনিটে আফঈদা লক্ষ্যভেদ করেন শ্রীলঙ্কার জাল। তার গোলটি পেনাল্টি থেকে। প্রথম শটে বাইরে বল মেরেছিলেন তিনি। শ্রীলঙ্কার একজন শট নেওয়ার আগেই ডি বক্সে ঢুকে পড়ায় দ্বিতীয়বার শট নেওয়ার সুযোগ পান আফঈদা। এবার আর ভুল করেননি তিনি।