চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম অবিস্মরণীয় এক সেমিফাইনাল ম্যাচ দেখেছে ফুটবলবিশ্ব। সান সিরোতে একের পর আক্রমণ আর পাল্টা আক্রমণের রুদ্ধশ্বাস ম্যাচ শেষে হাসিমুখে মাঠ ছাড়ে ইন্টার মিলান আর কাঁদতে কাঁদতে মাঠ থেকে বিদায় নেয় বার্সেলোনা। সেমিফাইনালের এই ম্যাচে বার্সেলোনাকে কাঁদিয়ে শেষ তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে উঠল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার (৬ মে) সান সিরোতে অতিরিক্ত সময়ে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইনজাঘির দল। প্রথম লেগের ম্যাচটি ৩-৩ গোলের সমতায় শেষ হয়। এদিন খেলার প্রথমার্ধে ইন্টার ২-০ গোলের লিড নেয়। এরপর বার্সা ম্যাচে ফিরে ৩-২ গোলে এগিয়ে যায়। কিন্তু নির্ধারিত সময়ে ৩-৩ গোলে খেলা শেষ হয়। এরপর খেলা অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে গড়ায়। অতিরিক্ত সময়ের খেলাতে ৪-৩ গোলে ম্যাচ জিতে নেয় স্বাগতিক ইন্টার মিলান।
ম্যাচের এই দিনে ২১ মিনিটে লিড নেয় ইন্টার। কাউন্টার অ্যাটাকে গোলটি করেন আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ। ৪৫ মিনিটে পেনাল্টি পায় ইন্টার মিলান। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন হাঁকান চালালোগনু। সেই সময় দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। যার ফলে ইন্টারের সমর্থকরা হয়তো ধরেই নিয়েছিল ফাইনালে উঠে গেছে তাদের প্রিয় দল।
কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ভাবে খেলায় ঘুরে দাঁড়ায় বার্সা। ৫৪ মিনিটে এরিক গার্সিয়া গোল করে বার্সাকে খেলায় ফেরান। ছয় মিনিট পর দানি ওলমো গোল করলে খেলার স্কোর ৫-৫ গোলের সমতায় লেখা হয়। ৮৭ মিনিটে রাফিনিয়া গোল করে কাতালানদের এগিয়ে নিয়ে যায়। খেলার এই অবস্থায় মনে হচ্ছিল ফাইনালের টিকিট বার্সেলোনার জন্য নিশ্চিত হয়ে গেছে।
কিন্তু ৯৩ মিনিটে ফ্রান্সেস্কো এসেরবি গোল করে ম্যাচ দুই লেগ মিলিয়ে ৬-৬ করে ফেলেন। নির্ধারিত সময়ে ৬-৬ সমতায় শেষ হওয়ায় অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায়। অতিরিক্ত সময়ে ফ্রাত্তেসি গোল করে ইন্টারকে ৪-৩ গোলের লিড এনে দেন। বাকি সময়ে আর গোল করতে পারেনি বার্সা। ফলে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ইতালির ক্লাব ইন্টার মিলান। আরটিভি