ইপিএলে পারফরম্যান্স যেমনই হোক না কেন, ইউরোপা লিগের ফাইনালে এক পা দিয়ে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে পরাজিত করেছে রেড ডেভিলস। জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ এবং একটি গোল ক্যাসেমিরোর।
রাতে বিলবাওর ঘরের মাঠ সান মামেস স্টেডিয়ামে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ঢংয়ে রেড ডেভিলরা। ম্যাচের ৩০ মিনিটে ক্যাসেমিরোর গোলে লিড পায় ইউনাইটেড। এর ঠিক সাত মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেজ। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে অধিনায়ক ব্রুনোর দ্বিতীয় গোল নিশ্চিত করে ইউনাইটেডের জয়।
প্রথমার্ধে তিন গোল হজম করার পাশাপাশি একজন খেলোয়াড়কে হারানোর ধাক্কা সামলাতে পারেনি অ্যাথলেটিক বিলবাও।
ম্যাচ শেষে ইউনাইটেড ডিফন্ডার হ্যারি ম্যাগুয়ার বলেন, তিন গোলে জেতা অবশ্যই ভালো শুরু। আমাদের ঠিকভাবে প্রস্তুত হতে হবে। এক পা ফাইনালে কিন্তু এখনও তা নিশ্চিত নয়।
আগামী ৮ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগ হবে ম্যানচেস্টারের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে। যমুনা।