News update
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     
  • BRTA tops corruption list among public service offices: BBS     |     
  • Toll-free entry for vehicles via airport area expressway Thursday     |     

পিএসজির ঘরে ফ্রেঞ্চ লিগের শিরোপা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-04-06, 3:20pm

retertert-4c4d5d9b3c31062bab32d04cdfd41a3d1743931253.jpg




ফরাসি লিগ ওয়ানের শিরোপা যেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জন্য বরাদ্দ হয়ে গেছে। টানাচতুর্থবারের মতো লিগ শিরোপার মুকুট জিতল ফরাসির জায়ান্টরা। ফ্রান্সের ঘরোয়া লিগে সবমিলিয়ে পিএসজির এটি ১৩তম টাইটেল জয়।

লিগ শেষ হতে এখনও প্রায় দেড় মাস বাকি। ম্যাচ রয়েছে ৬টি। তবে, পিএসজির জন্য সবগুলো এখন নিয়মরক্ষার। লুইস এনরিকের দল ৬ ম্যাচ আগেই পেয়েছে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। সেটিও প্রবল দাপটের সঙ্গে। চলতি মৌসুমে লিগ ওয়ানে এখনও অপরাজিত ক্লাবটি।

২৮ রাউন্ড শেষে দেম্বেলে-হাকিমিরা জিতেছেন ২৩ ম্যাচ, ড্র ৫টি। ৭৪ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে তারা। দুইয়ে তাকা মোনাকোর পয়েন্ট ৫০। শিরোপা জয়ের পথে পিএসজি এখন পর্যন্ত গোল করেছে ৮০টি। হজম করেছে মাত্র ২৬টি।

শনিবার (৫ এপ্রিল) রাতে শিরোপা জয়ের মঞ্চ প্রস্তুত ছিল পিএসজির। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে অ্যাংগার্সের বিপক্ষে ম্যাচটিতে ১ পয়েন্ট পেলেই চলত তাদের। জয় দিয়েই অবশ্য শিরোপা জয় নিশ্চিত করেছে তারা। ৫৫ মিনিটে ডিসায়ার দোয়ির গোলটি হয়ে রয় ম্যাচের ভাগ্য নির্ধারক। তাতে, ১-০ গোলের জয়ে ৬ ম্যাচ আগেই সেরার মুকুট নিশ্চিত করে পিএসজি।