News update
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     

বিশ্বের সবচেয়ে দামি প্রিমিয়ার লিগ, মেসি-রোনালদোর লিগের অবস্থান কোথায়

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-02-15, 8:15am

3f47ad42402e9302a6170e887710b80ff97c5672408c3cf4-74bd14e63addb0c5d33352feec89c5991739585737.jpg




বিশ্বের সবচেয়ে দামি লিগের তকমা ধরে রাখলো ইংলিশ প্রিমিয়ার লিগ। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট স্পোর্টিংপিডিয়ার তথ্যমতে, ইপিএলের বর্তমান বাজার মূল্য ১১ হাজার ৭৭০ মিলিয়ন ইউরো। দুই নম্বরে অবস্থান করলেও স্প্যানিশ লা লিগার বাজার মূল্য প্রায় ইপিএলের অর্ধেক।

এদিকে, ক্রিস্টিয়ানো রোনালদো এমএলএস'র চেয়ে সৌদি প্রো লিগ বড় দাবি করলেও মার্কেট ভ্যালুতে এগিয়ে লিওনেল মেসির লিগ।

মাঠের লড়াইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের যে আবেদন তার ধারে কাছে নেই বাকি লিগগুলো। আলোচনায় মাঝেমধ্যে স্প্যানিশ লিগ আসলেও দৌড়ে বেশ পিছিয়ে তারা। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট স্পোর্টিং পিডিয়াতে আবারো উঠে আসলো সেই তথ্য।

সম্প্রতি প্রকাশ করা তাদের গবেষণা বলছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান বাজার মূল্য ১১ হাজার ৭৭০ মিলিয়ন ইউরো। বাংলায় যা প্রায় দেড় লাখ কোটি টাকা। যা বাংলাদেশের গড় বাজেটের প্রায় ছয় ভাগের এক ভাগ। ইপিএলে খেলা ক্লাবগুলো গড় বাজার মূল্য প্রায় ৫৯ কোটি ইউরো। যদিও মার্কেট ভ্যাল্যুর সিংহভাগই দখলে পাঁচ থেকে ছয়টি ক্লাবের।

স্পোর্টিং পিডিয়ার তথ্যমতে, তালিকার দুই নম্বরে লা লিগা। স্প্যানিশ লিগের বর্তমান বাজার মূল্য ৫ হাজার ২৯০ মিলিয়ন ইউরো। যা ইংলিশ প্রিমিয়ার লিগের অর্ধেকেরও কম। মার্কেট ভ্যাল্যু নিয়ে ইপিএলের সঙ্গে লা লিগার প্রতিদ্বন্দ্বিতা না চললেও, তিনে থাকা ইতালিয়ান সেরি'আর সঙ্গে বেশ কম্পিটিশিন লা লিগার। মাত্র ২২০ মিলিয়ন ইউরো কম নিয়ে তৃতীয় ইতালিয়ান লিগ। যাদের মার্কেট ভ্যাল্যু ৫ হাজার ৭০ মিলিয়ন ইউরো।

বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বাকি দুটিও ইউরোপের। ৪ হাজার ৪৮০ মিলিয়ন ইউরো মার্কেট ভ্যাল্যু নিয়ে তালিকার চার নম্বরে জার্মান বুন্দেস লিগা। তার পরেই অবস্থান করছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। ফরাসি লিগের বাজার মূল্য ৩ হাজার ৫২০ মিলিয়ন ইউরো।

বিশ্বের শীর্ষ লিগের কাতারে ছয় নম্বরে উঠে এসেছে ব্রাজিলিয়ান সেরি-আ। যার বাজার মূল্য ১ হাজার ৬৩০ মিলিয়ন ইউরো। সম্প্রতি সৌদি আরব ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। এছাড়াও এই লিগটিতে খেলেন মেমফিস ডিপাই'র মতো তারকা ফুটবলার।

মেসি ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি জমানোর পর বিভিন্ন সময় ক্রিস্টিয়ানো রোনালদো উল্লেখ করেছেন এমএলএস'র চেয়ে সৌদি প্রো লিগ এগিয়ে। তবে মার্কেট ভ্যালু বলছে ভিন্ন কথা। ১ হাজার ২৪০ মিলিয়ন ইউরো নিয়ে সেরা দশের ৯ নম্বরে অবস্থান মেজর লিগ সকারের। যেখানে রোনালদোর সৌদি প্রো লিগ ১ হাজার ২০ মিলিয়ন মার্কেট ভ্যাল্যু নিয়ে অবস্থান করছে ১১ নম্বরে। সময়।