News update
  • BNP leader Ishraque sent to jail on treason charges      |     
  • Mob attack in Kyrgyzstan: Panicked BD students want to return home     |     
  • Helicopter carrying Iran President Raisi crashes, search on     |     
  • Jhenaidah-4 MP missing after going to India for treatment     |     
  • UN HR chief wants BD provide safety to fleeing Rakhine people      |     

পিএসজিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-05-08, 8:50am

iufhusufis-11fd4e0638794b569b8ebe1822f2c87b1715136633.jpg




পার্ক দে প্রিন্সেসে পুরোটা সময় রাজত্ব করেছে পিএসজি। প্যারিসের মাঠে প্যারিসিয়ানরা চেষ্টায় ন্যূনতম কমতি রাখেনি। প্রথম লেগের কেবল একটি গোল শোধ করতে পারলেই ম্যাচে সমতা। কিন্তু হায়, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। গোটা ম্যাচে ৭০ শতাংশ বল দখল, প্রতিপক্ষের গোল মুখে ৩০টি শট নিয়েও বেলাশেষে শূন্য হাতে মাঠ ছাড়তে হলো পিএসজিকে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয় পিএসজি। বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ মে) দিনগত রাত ১টায় মাঠে নামে দুদল। পিএসজিকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। প্রথম লেগে জার্মান ক্লাবটি নিজেদের মাঠ সিগনাল ইদুনা পার্কে জিতেছিল ওই ১-০ ব্যবধানেই। দুই লেগ মিলিয়ে ২-০ গোলের জয়ে ফাইনালে উঠল ডর্টমুন্ড।

চ্যাম্পিয়ন্স লিগে এটি ডর্টমুন্ডের দ্বিতীয় ফাইনাল। এর আগে প্রথম ও শেষবার ফাইনাল খেলেছিল ২০১২-১৩ মৌসুমে। প্রায় এক যুগ পর আবার ফাইনালে উঠল ক্লাবটি। স্রোতের বিপরীতে ম্যাচের ৫০ মিনিটে একমাত্র গোলটি করেন ম্যাট হামেলস। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল।

এ দিন ভাগ্য সহায় ছিল না পিএসজির। নইলে এক ম্যাচে চারটি শট বারপোস্টে লেগে ফিরে আসে! যেখানে পুরো ম্যাচে ডর্টমুন্ডের অন টার্গেট শটই ছিল মোটে তিনটি। ঘরের মাঠে ফরাসি জায়ান্টরা আধিপত্য বিস্তার করেই খেলে। ৯০ মিনিটে প্রতিপক্ষের গোলমুখে মোট ৩০টি শট নেয় পিএসজি, গড়ে তিন মিনিটে একটি। অন টার্গেট শট অবশ্য বেশি ছিল না, সর্বসাকুল্যে পাঁচখানা। সেখান থেকে একটি গোল আদায় করতে ব্যর্থ তারা।  এনটিভি নিউজ