News update
  • Sea of Mourners Gathers to Pay Tribute to Khaleda Zia     |     
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     
  • High medicine prices threaten healthcare of poor communities     |     

ব্রাইটনকে উড়িয়ে লিভারপুলকে পেছনে ফেলল ম্যানসিটি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-04-26, 7:00am

jfiwiroewor-77a0f3683ef64d91b794ce842daadfc41714093360.jpg




ব্রাইটনকে বড় ব্যবধানে হারিয়ে লিভারপুলকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠল ম্যানচেস্টার সিটি। তাতে লিগ শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতের ম্যাচে ব্রাইটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। দলের হয়ে জোড়া গোল করেছেন ফিল ফোডেন। একটি করে গোল করেছেন কেভিন ডি ব্রুইনা ও হুলিয়ান আলভারেজ।

প্রতিপক্ষের মাঠে এদিন পুরোপুরি আধিপত্য ছিল সিটির। ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৪টি শট নেয় তারা। যার ৬টিই ছিল গোলমুখে। বিপরীতে ৭ শটের ৩টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল ব্রাইটন। তবে জালে দেখা পায়নি স্বাগতিকরা।

ম্যাচের ১৭তম মিনিটেই সিটিকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেন কেভিন ডি ব্রুইনা। কাইল ওয়াকারের ক্রসে বক্সে ডাইভিং হেডে বল জালে পাঠান এ বেলজিয়ান মিডফিল্ডার। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। ইংলিশ মিডফিল্ডারের ফ্রি-কিকে বল ব্রাইটনের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ৩৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফোডেন। বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য দেখায় সিটি। তবে গোলের জন্য খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি তারা। এ অর্ধে একমাত্র গোলটি করেন আলভারেজ। ওয়াকারের প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে এসে রুখে দেয়ার পর ফিরতি বল ফাঁকা জালে পাঠান এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতে ৪-০ গোলে এগিয়ে যায় সিটি। শেষ পর্যন্ত এ ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় গার্দিওয়ালার শিষ্যরা।

এ জয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে তারা পেছনে ফেলল লিভারপুলকে। ৩৩ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে সিটির পয়েন্ট এখন ৭৬। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে লিভারপুল। সময় সংবাদ