News update
  • Jashore records year’s highest 43.8oC temperature      |     
  • Restore journalists’ access to Bangladesh Bank      |     
  • Concerns over surveillance of people’s personal data: BIPSS     |     
  • Heatstroke claims 10 lives in 8 days: DGHS     |     
  • “AL jeopardizing its own existence by conducting unilateral polls”     |     

সেভিয়া ডিফেন্ডার দিয়েগো কার্লোসকে দলে ভেড়ালো এ্যাস্টন ভিলা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-05-28, 2:49pm

image-43799-1653726124-8ad8545337d0a9f491855326a16ade741653727776.jpg




ব্রাজিলিয়ান ডিফেন্ডার দিয়েগো কার্লোসকে সেভিয়া থেকে ২৬ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে এ্যাস্টন ভিলা।

প্রিমিয়ার লিগের ক্লাবে যোগ দিতে কার্লোস দ্রুতই ইংল্যান্ডের আসছেন বলে ভিলা এক বিবৃবিতে নিশ্চিত করেছে। 

২৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক সেভিয়ার হয়ে ১৩৬টি ম্যাচ খেলেছেন। এই দলটির হয়ে তিনি ২০২০ ইউরোপা লিগ জয় করেছেন। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তার সাথে নিউক্যাসল ইউনাইটেডের আলোচনা হয়েছিল। কিন্তু প্রিমিয়ার লিগের এই ক্লাবটি শেষ পর্যন্ত কার্লোসকে দলে ভেড়াতে ব্যর্থ হয়। 

২০১৯ সালে ফরাসি ক্লাব নঁতে থেকে সেভিয়ায় যোগ দিয়েছিলেন কার্লোস। ২০২০ টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি। লা লিগা ক্লাবের পক্ষ থেকে কার্লোসের অবদানের জন্য ধন্যবাদ জানানো পাশাপাশি ভবিষ্যতে তার নতুন যাত্রার প্রতি শুভকামনা জানানো হয়েছে। 

রোববার ঘরোয়া মৌসুম শেষ হবার পর ভিলা ম্যানেজার স্টিভেন জেরার্ড এনিয়ে তৃতীয় চুক্তি করলেন। ইতোমধ্যেই ফ্রেঞ্চ মিডফিল্ডার বুবাকার কামারাকে পাঁচ বছরের চুক্তিতে মার্সেই থেকে উড়িয়ে এনেছে ভিলা। এছাড়া জানুয়ারিতে বার্সেলোনা থেকে ধারে খেলতে আসা তারকা প্লেমেকার ফিলিপ কুটিনহোর সাথে স্থায়ী চুক্তি সম্পন্ন করেছে ভিলা। তথ্য সূত্র বাসস।