
হাইকমিশন জানিয়েছে, এই কার্যক্রম চলমান থাকবে এবং মালয়েশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও জনবহুল এলাকাগুলোতে পর্যায়ক্রমে নিবন্ধন সহায়তা ক্যাম্প আয়োজন করা হবে। ছবি: সংগৃহীত
শন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে মাঠে নেমেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
মালয়েশিয়ায় কর্মরত ও বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যাতে তাদের গণতান্ত্রিক অধিকার পোস্টাল ভোটের মাধ্যমে সহজে প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে ব্যাপক প্রচারণা ও সরাসরি নিবন্ধন সহায়তা কার্যক্রম শুরু করেছে হাইকমিশন।
শনিবার (১৩ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কার্যক্রমের সূচনা করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে হাইকমিশন রাজধানী কুয়ালালামপুরের বাইরে দেশটির বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে।
কুয়ালালামপুর হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এটি প্রবাসী বাংলাদেশিদের প্রতি দূতাবাসের একটি বিশেষ দায়িত্বশীল পদক্ষেপ। এর উদ্দেশ্য হলো যারা কাজের সূত্রে দেশে ফিরতে পারছেন না তাদেরও যেন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থাকে।
কার্যক্রম শুরুর প্রথম দিনেই হাইকমিশনের উদ্যোগে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়া হয়। শনিবার মালয়েশিয়ার নিলাইয়ে অবস্থিত বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে পোস্টাল ভোট নিবন্ধনের প্রচারণা ও সহায়তা কার্যক্রম চালানো হয়।
প্রথম দিনেই প্রায় আড়াই হাজার বাংলাদেশি নাগরিক এই প্রচারণায় সাড়া দেন এবং নিবন্ধন প্রক্রিয়ায় আগ্রহ দেখান।
হাইকমিশনের নিবেদিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে সেখানে উপস্থিত ছিলেন। তারা প্রবাসীদের পোস্টাল ভোটের পদ্ধতি, আবেদনের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং তাৎক্ষণিকভাবে ভোটার নিবন্ধনে সরাসরি সহায়তা করেন।
এই পদক্ষেপটি প্রবাসীদের মাঝে তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে নতুন করে সচেতনতা সৃষ্টি করেছে। হাইকমিশনের এই প্রচেষ্টা মালয়েশিয়া প্রবাসীদের জন্য একটি অত্যন্ত সময়োপযোগী এবং প্রবাসীবান্ধব উদ্যোগ বলে মনে করছেন তারা।
হাইকমিশন জানিয়েছে, এই কার্যক্রম চলমান থাকবে এবং মালয়েশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও জনবহুল এলাকাগুলোতে পর্যায়ক্রমে নিবন্ধন সহায়তা ক্যাম্প আয়োজন করা হবে। প্রবাসীরা যেন কোনো ভোগান্তি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।