News update
  • Bangladesh embrace agroecology to combat chemical overuse: Experts      |     
  • China warns Japan after ‘red line’ crossed on Taiwan     |     
  • Capital market rebounds on week’s first trading day     |     
  • Earthquake: Bangladesh Fire Service issues 8 safety guidelines     |     
  • Dry fish trade keeps Narail economy moving in winter     |     

কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে ইকামা ও ভিসা ফি

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-11-24, 3:27pm

werwewetert-7d77207c14fc40f0dd5b3ebb6617f0081763976460.jpg




কুয়েত সরকার আবাসন (ইকামা), ভিজিট ভিসা এবং নির্ভরশীলদের স্পন্সর ফি–সহ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন সিদ্ধান্তে ইকামা নবায়ন, ভিসা শর্ত, নির্ভরশীল ফি এবং নির্বাসন সংক্রান্ত বিধানে বড় পরিবর্তন আনা হয়েছে।

নতুন আইন অনুযায়ী, ইকামার সময়কাল এখন থেকে আর পাসপোর্টের মেয়াদের ওপর নির্ভর করবে না। প্রবাসীরা পাসপোর্টে স্বল্প মেয়াদ থাকলেও ইকামা নবায়ন করতে পারবেন। তবে আবাসনের জন্য আবেদনকারীর পাসপোর্টে কমপক্ষে ছয় মাসের বৈধতা থাকা বাধ্যতামূলক।

নতুন নীতিমালা অনুযায়ী, সাধারণ আবাসিক মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত রাখা হবে। কুয়েতি নারী ও সম্পত্তির মালিকদের বিদেশি সন্তানদের জন্য মেয়াদ ১০ বছর এবং বিনিয়োগকারীদের জন্য ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। ইকামা নবায়ন ফি দ্বিগুণ করা হবে।

নতুন ফি অনুযায়ী, সরকারি ও বেসরকারি খাতের কর্মী, বিদেশি ছাত্র ও ধর্মযাজক ২০ দিনার, বিনিয়োগকারী ও রিয়েল এস্টেট মালিক বছরে ৫০ দিনার, স্ব-স্পন্সরকৃত ইকামা (ধারা ২৪) বছরে ৫০০ দিনার (প্রথমবারের মতো নির্ধারিত)।

নীতিমালা অনুযায়ী, সব ধরনের ভিজিট ভিসার ফি ১০ দিনার, ভিজিট ভিসার মেয়াদ ৩ মাস, তবে নবায়নযোগ্য এক বছর পর্যন্ত। মাল্টিপল এন্ট্রি ভিসা এক বছরের জন্য বৈধ, তবে প্রতিবার অবস্থান সর্বোচ্চ এক মাস।

নতুন আইন অনুযায়ী, ভিজিট ভিসা থেকে ইকামায় রূপান্তর সহজতর করা হয়েছে। সরকারি ভিজিট ভিসায় আগত বিশ্ববিদ্যালয় স্নাতক, কর্তৃপক্ষ অনুমোদিত নির্দিষ্ট ক্যাটাগরি, পারিবারিক ভিজিট ভিসায় আগতদের নির্দিষ্ট ক্ষেত্রে পারিবারিক ভিসা ন্যূনতম বেতন ৮০০ দিনার থাকতে হবে। কোনো প্রবাসীরা স্ত্রী-স্বামী ও সন্তানদের স্পন্সর করতে পারবেন যদি তাদের মাসিক আয় ৮০০ দিনার থাকে।

তবে কিছু পেশাজীবীকে এ শর্ত থেকে অব্যাহতি দেয়া হয়েছে, যেমন শিক্ষক, প্রকৌশলী, নার্স, ইমাম, সাংবাদিক, ফার্মাসিস্ট, সরকারি গবেষক, ক্রীড়া কোচসহ আরও কয়েকটি পেশা।

নির্ভরশীলদের ফি স্বামী-স্ত্রী ও সন্তান বছরে ২০ দিনার, বিনিয়োগকারী-ধর্মযাজকদের নির্ভরশীল বছরে ৪০ দিনার, স্ব-স্পন্সরদের পরিবারের সদস্য বছরে ১০০ দিনার, পিতা-মাতা বা অন্যান্য নির্ভরশীল ২০০ দিনার থেকে বাড়িয়ে ৩০০ দিনার করা হয়েছে।

নতুন আইন অনুযাী, কুয়েতি পরিবারে সর্বোচ্চ ৩–৫ জন গৃহকর্মী নিয়োগ এবং প্রবাসীদের জন্য দুই জন গৃহকর্মী নিয়োগের সুযোগ থাকছে। তবে কুয়েতিদের জন্য গৃহকর্মীর নবায়ন ফি বছরে ১০ দিনার এবং প্রবাসীদের জন্য গৃহকর্মী নিয়োগের নবায়ন ফি বছরে ৫০ দিনার। অতিরিক্ত কর্মীর জন্য গুনতে হবে অনেক গুন বেশি ফি।

ইকামা থাকা অবস্থায়ও নির্বাসন হতে পারে যেকোনো প্রবাসীর। এই নির্বাসন সংক্রান্ত নিয়মও কঠোর করা হয়েছে। যেসব পরিস্থিতিতে নির্বাসনের মুখে পড়তে পারেন প্রবাসীরা: কারো আয়ের উৎস না থাকা, নিয়োগকর্তার অনুমতি ছাড়া অন্যত্র কাজ করা, গুরুতর অপরাধে দণ্ডিত হওয়া, জনস্বার্থ বা জননিরাপত্তার কারণে মন্ত্রীর নির্দেশেও নির্বাসন হতে পারেন।