News update
  • 2 killed as bus hits CNG near Hanif Flyover, Jatrabari     |     
  • Fourth-Generation Nuclear Survivor Urges Global Justice     |     
  • Coast Guard project revised to fill facility, logistics gaps     |     
  • As debate over the location of climate conference razes on, will COP fail this time too?     |     
  • UN Rights Office Warns of Gaza Escalation, West Bank Annexation     |     

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও ৩০ বাংলাদেশি

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-09-05, 1:44pm

img_20250905_134134-db8614028adb72b3e85a34f2ef3072611757058292.jpg




উন্নত জীবনের খোঁজে হাজারো মাইল পাড়ি দিয়েছিলেন তারা। বুকে ছিল নতুন করে জীবন শুরুর স্বপ্ন, চোখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের আশা। কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হলো না। অবশেষে, এক বেদনাদায়ক প্রত্যাবর্তন হলো তাদের। এবার ফিরল ৩০ জন বাংলাদেশি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় ৩০ জনের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং একজন নারী।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই ৩০ জন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এই নিয়ে এ পর্যন্ত তিন ধাপে মোট ১৮৭ জন প্রবাসী দেশে ফিরে এসেছেন।

যে সময় এই অভিবাসীরা নিঃশব্দে নিজ দেশে ফিরছিলেন, তখন তাদের চোখ ও নীরবতা যেন অনেক কথাই বলছিল। তারা কোনো গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি, সম্ভবত তাদের ভাঙা স্বপ্নের গল্পগুলো সবার সামনে তুলে ধরার মতো মানসিক অবস্থা তাদের ছিল না।

এই ঘটনাগুলো অভিবাসন প্রত্যাশীদের জন্য এক কঠিন বাস্তবতা তুলে ধরে: উন্নত জীবনের সন্ধানে যাত্রা যতটা সহজ মনে হয়, তার চেয়েও বেশি কঠিন হলো সেই পথে টিকে থাকা।