News update
  • Khulna falls short of jute output target for lack of incentives     |     
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     

মালয়েশিয়ায় কমিউনিটি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-09-28, 10:38am

resize-350x230x0x0-image-241589-1695841351-fad4a87f04c1325f5cc1fdd4ac078ecb1695875895.jpg




মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব’ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এর অভিজাত রেস্টুরেন্ট ‘পিঠা ঘর’-এ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি ও আর টিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও সময় টিভি’র মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনা পর্ব শেষে সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ বিগত কমিটি (২০২০-২০২১) বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক নিউজ এক্সপ্রেস বিডি’র মালয়েশিয়া প্রতিনিধি মো. আমিনুল ইসলাম রতন ও সদস্য সচিব এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান।

যুগ্ম আহ্বায়ক বিডিনিউজ২৪ ডট কমের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খান, সদস্যরা হলেন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী পিএইচডি শিক্ষার্থী জিনাত এ. তাবাসসুম ও এস এ টিভির মালয়েশিয়া প্রতিনিধি বাপ্পি কুমার দাস।

এই কমিটি আগামী ১৫ অক্টোবরের মধ্যে সাধারণ সভা আহ্বান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনটির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম রতন সংগঠনে গতিশীলতা এনে আগামী ১৫ অক্টোবরের মধ্যে একটি নতুন কমিটি দেওয়ার কথা জানান। একই সঙ্গে নতুন সদস্য তালিকা ভুক্তি করে নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাইয়ের কথা জানান উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরে নতুন আহ্বায়ক কমিটিকে প্রেসক্লাবের সকল সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।