News update
  • Fire at Mutual Trust Bank branch in Dhaka     |     
  • 9 killed as bus catches fire in India's Haryana     |     
  • Flash floods kill 50 in western Afghanistan: police     |     
  • Nearly 10,000 evacuated in Ukraine's Kharkiv region: governor     |     
  • UN, ASEAN urged to save Rohingyas from genocide in Myanmar     |     

বাংলাদেশি কর্মীকে মারধর, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা গ্রেপ্তার

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-01-29, 2:12pm

resize-350x230x0x0-image-209505-1674974181-a544ded8f065ad523597100506f445681674979941.jpg




কুয়েতে গাড়ি পরিষ্কার না করায় জামাল উদ্দিন নামে একজন বাংলাদেশিকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। গুরুতর আহত অবস্থায় জামালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের অভিযোগে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী।

দেশটির স্হানীয় গণমাধ্যম আরব টাইমস এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, গাড়ি পরিষ্কার না করার অপরাধে বাংলাদেশি নাগরিককে মারধর করেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। খবর পেয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী আহত বাংলাদেশিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কর্মকর্তা ও বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করেনি কুয়েতের গণমাধ্যম। তবে প্রবাসীদের সূত্রে বাংলাদেশের নাগরিকের পরিচয় পাওয়া গেছে। তার নাম জামাল উদ্দিন। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা।

আহত জামাল বর্তমানে কুয়েতের আদান হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।