News update
  • LATEST: Attacks on foreign students, including Bangladeshis, in Kyrgyzstan     |     
  • “BB lost ability to make independent decisions for banking sector”     |     
  • Flash floods kill at least 68 people in Afghanistan     |     
  • Spanish tourists among four killed in Afg shooting     |     
  • BD, South Asian students under attack by violent mobs in Kyrgyzstan     |     

নাইজেরিয়ার ২,০০০ শরণার্থী ক্যামেরুন ছাড়লেও সিংহভাগ থাকছেন

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-01-28, 3:44pm

deaa2abd-a76f-4c8d-95cd-c54e0280b44c_w408_r1_s-121ce32ee9ff6213b4ee7015135f45d71674899066.jpg




বোকো হারামের সন্ত্রাসের হাত থেকে পালিয়ে ক্যামেরুনের উত্তরাঞ্চলে পালিয়ে আসা শত শত নাইজেরিয়ার শরণার্থী এ সপ্তাহে দেশে ফিরতে শুরু করেছে। সোমবারের মধ্যে প্রায় ২,০০০ শরণার্থী নাইজেরিয়ায় ফিরে যাবে। দুই বছরের মধ্যে ক্যামেরুন থেকে নাইজেরিয়ার শরণার্থীদের এটাই হবে প্রথম বড় প্রত্যাবাসন। তবে, ৭৬,০০০ শরণার্থী এখনও নাইজেরিয়ায় ফিরে যেতে চাইছে না।

ক্যামেরুনের আঞ্চলিক প্রশাসন মন্ত্রক জানিয়েছে, নাইজেরিয়ার শরণার্থীদের যান বহরগুলো এই সপ্তাহে মিনাওয়াও শিবির ছেড়ে নাইজেরিয়ার বোর্নো রাজ্যের বাঙ্কিতে চলে গেছে। ঐ বহরগুলোতে বেশিরভাগই নারী ও শিশু ছিল।

শিবিরে বহু সংখ্যক শিশু জন্ম গ্রহণ করেছে। ২০০৯ সালে বোকো হারাম জঙ্গিরা একটি চরমপন্থী ইসলামী রাষ্ট্রের জন্য লড়াই শুরু করার পর ঐ সব শিশুর বাবা মায়েরা নাইজেরিয়া থেকে পালিয়ে এসেছিলেন।

তিন সন্তানের জনক ৪৭ বছর বয়সী ক্যাসিয়ান টামফো বলেন, ২০১৫ সালে বোকো হারাম যখন তার গ্রাম নাগাউরোতে আক্রমণ করেছিল এবং সব পুরুষকে ঐ গোষ্ঠীতে যোগদান করতে বাধ্য করেছিল নতুবা তাদের হত্যাকরার হুমকি দিয়েছিল তখন তার পরিবার নাইজেরিয়া থেকে পালিয়ে যায়।

ক্যামেরুনের ডোয়ালা ভিত্তিক কেনাল-২ সহ স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথাবলার সময় তিনি বলেন, এখন দেশে ফেরার সময়।

"আমরা ক্যামেরুনে আট বছরেরও বেশি সময় থেকেছি। আমরা আমাদের দেশে ফিরে যাচ্ছি কারণ আমাদের দেশে শান্তি এসেছে।

টোম্ফো প্রায় দুই হাজার নাইজেরীয় শরণার্থীর একজন যিনি সোমবারের মধ্যে নিজ দেশে ফিরে যাবেন বলে আশা করচ্ছেন।

নাইজেরিয়ার বোর্নো রাজ্যের গভর্নরের বিশেষ উপদেষ্টা লাওয়ান আব্বা ওয়াকিলবে।

ওয়াকিলবে বলেন, নাইজেরিয়ার সামরিক বাহিনী ফিরে আসা শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং কর্তৃপক্ষ তাদের পুনরায় একত্রিত করতে সহায়তা করবে।

২০২১ সালের পর এটাই নাইজেরীয় শরণার্থীদের সবচাইতে বড় একটি দল যারা ক্যামেরুন ত্যাগ করেছে। ঐ দুই দেশ এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার মধ্যে একটি চুক্তির পরে ৫,০০০ শরণার্থী দেশে ফিরে গেছে।

ক্যামেরুনে এক লক্ষ নয় হাজার নাইজেরীয় শরণার্থী রয়েছে যার মধ্যে চুয়াত্তর হাজার রয়েছে মিনাওয়াও শিবিরে এবং পয়ত্রিশ হাজার স্বাগতিক পরিবারদের সাথে।

জাতিসংঘ বলছে যে ২০০৯ সাল থেকে বোকো হারাম বিদ্রোহের ফলে নাইজেরিয়ার প্রায় ছত্রিশ হাজার অধিবাসী প্রত্যক্ষভাবে নিহত হয়েছে এবং পরোক্ষভাবে হত্যা করা হয়েছে তিন লক্ষ চৌদ্দ হাজার মানুষকে।

সংঘাতের ফলে অভ্যন্তরীণভাবে ৩০ লক্ষেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রতিবেশী দেশ ক্যামেরুন, চাদ এবং নিজারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।