News update
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     

আফগান ও ইউক্রেনীয়দের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-01-02, 7:37am

02660000-0aff-0242-d361-08da0e151dcf_cx0_cy10_cw0_w408_r1_s-27bcc5ccf678b12635d3da52926dd0261672623447.jpg




প্রায় ২০ বছরের যুদ্ধের পর, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তান ত্যাগ করে। শেষ কয়েক সপ্তাহে কাবুলে বিশৃঙ্খল পরিস্থিতিতে প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়।

অপারেশন অ্যালাইজ ওয়েলকাম-এর মাধ্যমে প্রায় ৮৮,৫০০ জন আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে আসেন এবং সারা দেশের বিভিন্ন জায়গায় পুনর্বাসিত হন।

কিন্তু সাত মাস পর বাইডেন প্রশাসন আরেকটি মানবিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন আরেকটি শরণার্থী সংকটের সৃষ্টি করে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭৮ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন থেকে পালিয়ে গেছে।

যদিও ইউক্রেনীয় শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষণা দ্রুত ছিল, তবু ইউক্রেনীয় এবং আফগান উভয়কেই যুক্তরাষ্ট্রের একই অভিবাসন ব্যবস্থার মধ্যে দিয়েই আসতে হবে ।

যুক্তরাষ্ট্র অপারেশন অ্যালাইজ ওয়েলকামের মাধ্যমে ৮৮,৫০০ এরও বেশি আফগানকে স্বাগত জানিয়েছে। এই প্রোগ্রাম বিপদে পড়া আফগানদের পুনর্বাসনের প্রচেষ্টার সমন্বয় সাধন করে।

এই আফগানদের ২০২১ সালের জুলাই ও আগস্টে যুক্তরাষ্ট্রের ফ্লাইটে সরিয়ে নেওয়া হয়েছিল। মূলত মানবিক প্যারোল নামে পরিচিত একটি স্বল্পমেয়াদী অভিবাসন সুরক্ষার আওতাভুক্ত তারা।

জরুরি পরিস্থিতিতে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের আশা করছেন তাদের মানবিক প্যারোল দেওয়া হয়। দীর্ঘদিনের বসবাসের পর আইনগতভাবে স্পন্সরশিপের মাধ্যমে তারা স্থায়ী বসবাসের আবেদন করতে পারে।

জুনের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৮৮,৫০০ আফগান যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। তাদের মধ্যে কমপক্ষে ৭৭,৫০০ জন মানবিক প্যারোল পেয়েছে। বাকি ১১,০০০ বিভিন্ন ভিসার মিশ্রন।

রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পর তার বাসিন্দাদের দেশত্যাগের পরিমাণ বেড়ে যায়।

রাশিয়ার আগ্রাসনের দুই মাস পর বাইডেন প্রশাসন ইউক্রেনকে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের জন্য মনোনীত করে এবং ১১ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয়দের জন্য এটি প্রয়োগ করে।

নভেম্বরের শেষের দিকে, যুক্তরাষ্ট্র ১ লক্ষ ৮০ হাজারের বেশি ইউক্রেনীয়কে মানবিক প্যারোল, টিপিএস বা পরিবারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দিয়েছে।

আফগান এবং ইউক্রেনীয় উভয়েই শরণার্থী প্রোগ্রামের জন্য আবেদন করতে পারে। উপরন্তু, আফগান বা ইউক্রেনীয়দের পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য একটি পিটিশন দায়ের করতে পারেন। তাদের অবশ্যই নাগরিক বা গ্রিন কার্ড ধারক হতে হবে, এবং প্রক্রিয়াটি কেবল সরাসরি আত্মীয়দের জন্য প্রযোজ্য। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।