News update
  • Campaign Opens as Tarique Starts in Sylhet, Jamaat Heads North     |     
  • BNP Expels 59 More Rebels for Defying Election Line     |     
  • Govt Plans to Keep Two State Banks, Merge Remaining Ones     |     
  • Lab Tests Find 67% Adulteration in Branded Milk Powder     |     
  • DNCC Sets New House Rent Rules, Eases Burden for Tenants     |     

জনস্বার্থে পুলিশের এক কর্মকর্তাকে অবসর প্রদান

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2022-11-16, 10:11pm




জনস্বার্থে পুলিশের আরও এক কর্মকর্তাকে অবসর প্রদান করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তার নাম মো. আলী হোসেন ফকির।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারে সদস্য মো. আলী হোসেন ফকির, বিপি-৬৮৯৫১০৩৪৩৯, অধিনায়ক, ৩য় এপিবিএন, খুলনা বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্তকে সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকুরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তথ্য সূত্র বাসস।