News update
  • Is floating object in Patuakhali canal, a used torpedo     |     
  • 1.30 crore sacrificial animals to be sold during Eid-ul-Azha     |     
  • Poor navigability hits launch plying in Kaptai Lake     |     
  • Non-AC High Schools in Dhaka, 4 other dists closed on Monday     |     
  • Loadshedding crosses 1860 MW,      |     

বিদেশী পর্যটকদের গ্রহণ পুনরায় শুরু পরীক্ষা করে দেখতে অস্ট্রেলীয়দের কানাযাওয়া ভ্রমণ

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2022-05-27, 8:01am

20220526_01_1118703_l-818ad8db2c66b25a323f27d81a0dc9251653616916.jpg




অস্ট্রেলিয়া থেকে আসা চার ব্যক্তি বিদেশী পর্যটকদের গ্রহণ পুনরায় শুরু করার লক্ষ্যে সরকারের আয়োজিত পরীক্ষামূলক সফরে মধ্য জাপানের কানাযাওয়া ভ্রমণ করেছেন।

আগামী মাস থেকে সরকার বিদেশী পর্যটকদের জন্য পর্যায়ক্রমে দেশের দুয়ার খুলে দেবে। জাপানের পর্যটন এজেন্সি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের পর্যটন শিল্পের লোকজনের ছোট কয়েকটি দলকে আমন্ত্রণ জানিয়ে চলতি মাসে পরীক্ষামূলক ভ্রমণ শুরু করেছে।

বুধবার চার ব্যক্তি অস্ট্রেলিয়া থেকে টোকিওর হানেদা বিমান বন্দরে পৌঁছান এবং হোকুরিকু শিনকানসেন বুলেট ট্রেনে ইশিকাওয়া জেলার কানাযাওয়া ভ্রমণ করেন। কানাযাওয়ায় পৌঁছুবোর পর তারা সেখানে শহরের জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য ঘুরে দেখেন।

এরকম পরীক্ষার মধ্যে দিয়ে এজেন্সি শরীরের তাপমাত্রা মেপে দেখা এবং জীবাণু মুক্ত করার মত সংক্রমণ প্রতিরোধ পদক্ষেপ সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশ্ন করে ও সেই সাথে এসব পদক্ষেপ নিয়ে তাদের মতামত জানতে চায়।

বিদেশী পর্যটকদের জন্য কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করা উচিৎ, হোটেল ও পর্যটন কোম্পানির জন্য তার একটি নির্দেশিকা প্রণয়ন নিয়ে কাজ করার পরিকল্পনা কর্মকর্তারা করছেন। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।